Tollywood Inside: রোদে নাজেহাল, ৪২ ডিগ্রিতে ঋতুপর্ণার সঙ্গে কী করে চলেছেন যশ-নুসরত
Viral Video: সকলের মুখেই একটাই কথা, জল, সেটে সকলেই গরমে অস্বস্তিতে, তবুও কাজ থেমে থাকলে চলবে না। ফলে শিকার এখন চর্চায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে নিলেন অভিনেত্রী ঋতুপর্ণা।
সদ্য আবহাওয়া একটু স্বস্তিকর হয়েছে। তবে চলতি বছরে তীব্র গরমের দাপট শুরু হয়ে গিয়েছিল এপ্রিল মাস থেকেই। মাথার ওপর রোদের তাণ্ডব। তাপপ্রবাহে মাথার ঘাম পায়ে পড়েছে সকলেরই। এরই মাঝে শুটিং বহাল। যা নিয়ে রীতিমত তৎপর হয়েছিল ফেডারেশন। দ্রুত শুটিং শেষ করার নির্দেশও মিলেছিল। আর সেই নির্দেশ মেনেই তড়িঘড়ি শুটিং কাজ শেষ করার জন্য মাঠে নেমে পড়েছিল টিম শিকার। পরিচালক দেবরাজ সিংহের নতুন এই ছবির শুটিং চলছে বর্তমানে পুরোদমে। তারই একটি ব্যকস্টেজ ভিডিয়ো এল সামনে। ৪২ ডিগ্রি তাপমাত্রায় কীভাবে নাজেহাল সকলে, মিলল তারই ঝলক।
ছবিতে অভিনয়ে থাকছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত প্রমুখেরা। গোটা ইউনিট কোমড় বেঁধে নেমে পড়েছে মাঠে। চলছে ছবির কাজ। তবে গরমের দাপটে কীভাবে সবটা সহ্য করেও কাজ করে চলেছেন, তা নিয়ে সেলেবদের মুখ খুলতে দেখা গেল। অস্বস্তিতে নুসরত জানাহ, দর-দর করে ঘামছেন যশ, রোদ-গরম সহ্য করেই কাজ শেষ করতে মরিয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তবে কেবল কাস্টই নয়, সমান তালে ঘামছেন, কষ্টের মধ্যে দিয়ে কাজটা শেষ করতে চাইছেন সেটে উপস্থিত থাকা প্রতিটা সদস্যই।
সকলের মুখেই একটাই কথা, জল, সেটে সকলেই গরমে অস্বস্তিতে, তবুও কাজ থেমে থাকলে চলবে না। ফলে শিকার এখন চর্চায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে নিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। আসছে পরিচালক দেবরাজ সিংহের থ্রিলার ধর্মী এই ছবি। একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্প। অতীতে ঋতুপর্ণা ও যশকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তবে এই ছবিতেও যশ ও নুসরত জুটির দেখা মিলবে। মার্চ মাসেই শুরু হয়েছে ছবির শুটিং। বর্তমানে রমরমিয়ে চলছে শিকার-এর কাজ।
View this post on Instagram