চুলের ম্যাজিক দেখতে চান, তাহলে হ্যাপিয়ালার কাছে যেতে হবে। তিনি এই চুলের ম্যাজিক দেখাতে ওস্তাদ। চুলের মধ্যে দিয়ে তিনি পিয়ানো বাজাতে পারেন। আর তা কতটা শ্রুতি মধুর তা না শুনলে বিশ্বাস করা যাবে না। সুরেলা সেই সুরে মাতলেন তাঁর ভক্তরা। এবার ভাবছেন কে এই ম্যাজিকওয়ালা? তিনি আর কেউ নন, টালিগঞ্জের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। যাঁকে পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। শুধু সিনেমা নয়, ওটিটি ছবিতেও তিনি নিয়মিত অভিনয় করেন। সেই সব ছবিতেও তিনি কখনও মজার চরিত্রে তো কখনও সিরিয়াস ভূমিকায় অভিনয় করেন। তিনি আজকাল খুবই সোশ্যাল মিডিয়াতে থাকেন সক্রিয়। মাঝে মধ্যেই তিনি বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন। যেমন, আজ দিয়েছেন চুলের ম্যাজিক-এর পোস্ট।
বডি শেমিং কোনও নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। বেটে, রোগা, টেকো- এই সব বলতে কেউ দ্বিধাও করেন না। এতে সামনের মানুষটি দুঃখ পান কি না সেই নিয়ে কেউ ভাবেননি, ভাবেন নাও। ‘টেকো’ ছবিতে অভিনয় করেন ঋত্বিক। চুল না থাকার সমস্যা নিয়ে মজার ছবি। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেন শ্রাবন্তী, শ্রীতমা। বাস্তবেও ঋত্বিকের চুল পড়ে যাচ্ছে। সেটাকে সেলিব্রেট করতে তিনি নিজের চুলের ম্যাজিক দেখাচ্ছেন। তাঁর এই পোস্টে ভক্তরা নিজেদের মন্তব্য দিয়েছেন কমেন্ট বাক্সে।
কেউ বলেছেন, ‘দরকার নেই… আপিন সত্যিই যা, তাতেই আমরা আপ্লুত ও গর্বিত’। কেউ বলেছেন, “এই টাক নিয়েও তুমি যা খেল দেখাও, বাঘা বাঘা অভিনেতারা তোমার অভিনয়ের সামনে কাত হয়ে যাচ্ছে!! সত্তি তুমি অসাধারণ!!”। আবার কারও মতে, ‘আমিও করব টুং টান টিং’। আবার কারও ভিডিয়োটা দেখে ‘শব্দ’ সিনেমার কথা মনে পরে গেলো। একজন তো আবার বলেছেন, ‘অনেক অভিনেতার চুল রয়েছে, কিন্তু ট্যালেন্ট নেই’। কারও পরামর্শ ব্যোমকেশ তেল ব্যবহার করার। সদ্য তাঁর ‘হ্যাপি পিল মোমেন্টস,’ ‘এক ফালি রোদ’ ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সেই ছবি দুটির প্রশংসা এসেছে ভক্তদের থেকে।