
পঁচিশে বৈশাখের আর বাকি মাত্র দু’দিন। পাড়ায় পাড়ায় চলছে মহড়া। কবিগুরুর কৃষ্টি নিয়ে চলছে নানান সব পরীক্ষা নিরীক্ষা। দ্য ডি-ডের সকাল থেকেই যে হবে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড। রবিঠাকুরের মুখ, চেনা কবিতা আর সঙ্গে লহ প্রণাম লেখা মেসেজ যে আসবে না আপনার মুঠোফোনে- -তা কি আপনি হলফ করে বলতে পারেন? এবার এই ট্রেন্ডকেই কার্যত খোঁচা ঋত্বিক চক্রবর্তীর। কেন কবিগুরুকে প্রণাম জানানোর সময় সাধু ভাষা ব্যবহার করে সকলেই সেই প্রশ্ন তুলেই তাঁর মজার টিপ্পনি। একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে রবিঠাকুরের মুখ বসানো। আর পাশে লেখা– ‘লহ ছাড়াও আমি প্রণাম অ্যাকসেপ্ট করে থাকি’, রবীন্দ্রনাথ ঠাকুর…’। কবির ভাষাতেই সকলের কাছে আর্জি জানিয়ে এই পোস্ট করে অভিনেতা লিখেছেন, “এই কথাটি মনে রেখো।”
তাঁর রসবোধে হাসি চেপে রাখতে পারেননি স্বস্তিকা মুখোপাধ্যায় ও পার্নো মিত্রও। নেটিজেনদের একটা বড় অংশও ওই পোস্টের সঙ্গে সহমত। ঋত্বিকের পোস্টে একজনের মন্তব্য, “সত্যিই তাই! কেন যে প্রণামের আগে লহ লেখা বাধ্যতামূলক করে ফেলেছে বাঙালি, তা আজও বুঝতে পারলাম না।” আর একজনের বক্তব্য, “আপনার হাস্যরসের জবাব নেই”। টলিপাড়ার শক্তিশালী অভিনেতা ঋত্বিক। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর সিরিজ ‘সাবাশ ফেলুদা’। ওই ধারাবাহিকে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরিচালক অরিন্দম শীল। যদিও সিরিজটি দর্শক মহলে নেতিবাচক রিভিউ-ই পেয়েছে এখনও পর্যন্ত। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আগামী ছবি ‘পাহাড়গঞ্জ হল্ট’। ছবিটির পরিচালক পৃথা চক্রবর্তী। ছবিতে ঋত্বিক ছাড়াও রয়েছে পাওলি দাম, বাসবদত্তা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন প্রমুখ।