Ritwick Chakraborty: চমকে উঠলেন ঋত্বিক চক্রবর্তী, ঘুম ভেঙে একি দেখলেন তিনি! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 17, 2022 | 11:17 PM

Ritwick Chakraborty: বির পাশাপাশি তিনি নিয়মিত ব্যস্ত ওয়েব সিরিজ করতে। অনুবর্ত ভাল আছো, এক ফালি রোদ, হ্যাপি পিল মোমেন্ট-এর মতো একগুচ্ছ ডিজিটাল ছবি মুক্তি পেয়েছে ঋত্বিকের।

Ritwick Chakraborty: চমকে উঠলেন ঋত্বিক চক্রবর্তী, ঘুম ভেঙে একি দেখলেন তিনি! দেখুন ভিডিয়ো
হঠাৎ চমকে উঠেছেন ঋত্বিক চক্রবর্তী, দেখুনে ভিডিয়ো

Follow Us

ঘুমিয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। হঠাৎ তাঁর বুকের উপর বাজনা বাজতে লাগল। তিনি উঠলেন চমকে। দেখলেন ছেলে মনের আনন্দে বাজনা বাজাচ্ছেন ঘুমন্ত বাবার বুকে। কিছুক্ষণ হকচকিয়ে রইলেন বাবা ছেলে কাণ্ড দেখে। ভিডিয়োটি শেয়ার করে অভিনেতা ক্যাপশান দিয়েছেন, ‘এক বিশ্বকর্মায় দুই নিষ্কর্মা’।  এই পোস্ট দেখে ভক্ত থেকে নেটিজ়েনরা সকলেই মজা পেয়েছেন। ভরিয়েছেন ভালবাসার ইমোজি দিয়ে। রয়েছে মন্তব্যও। একজন নেটিজ়েন বলেছেন, “নিষ্কর্মা বাচ্চাটা দারুণ। আমার ছেলেও যেন এই রকম নিষ্কর্মা হয়, ভালবাসা বেটা”। একজন বলেছেন ‘ছেলেকে একদম তাঁর মতো দেখতে’। কারও মতে, সঙ্গীতের সিরিজটা দারুণ হচ্ছে। কেউ বলেছেন মিষ্টি বাচ্চা।

 

ঋত্বিক এবং অপরাজিতা ঘোষ দাস ২০১১ সালে বিয়ে করেন। তাঁদের একমাত্র ছেলে উপমন্নো চক্রবর্তী। ছেলের ছবি, একসঙ্গে পারিবারিক ছবি প্রায়ই শেয়ার করেন গোরা। কিছুদিন ধরে তিনি মিউজিকের তালে ভিডিয়ো পোস্ট করছেন। যা নেটিজ়েন থেকে ভক্ত-সকলেরই পছন্দ হচ্ছে।

ছবির পাশাপাশি তিনি নিয়মিত ব্যস্ত ওয়েব সিরিজ করতে। অনুবর্ত ভাল আছো, এক ফালি রোদ, হ্যাপি পিল মোমেন্ট-এর মতো একগুচ্ছ ডিজিটাল ছবি মুক্তি পেয়েছে ঋত্বিকের। অপরাজিতার সঙ্গে এক ফালি রোদ দর্শকদের প্রশংসা পেয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ধর্মযুদ্ধ। ছবিতে তাঁর অভিনয় প্রসংশিত হয়েছে।

Next Article