ভবানীপুরে ৭১ নম্বর ওয়ার্ডে গুরুদ্বারেরর সামনে ত্রাণ দিচ্ছিলেন অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অভিযোগ তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং রুদ্রনীলকে চড় মারেন। তাঁর দলবলের উপর চড়াও হন এবং মারধোরও করেন।
রুদ্রনীলকে ফোনে ধরা হলে তিনি বলেন, “বহুদিন ধরে মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করছি। আমি ও আমাদের দলের প্রায় দশজন মিলে আজও ত্রাণ বিলি করছিলাম। হঠাৎ বাবলু সিং এবং তাঁর দলবল আমাদের উপর চড়াও হয়। চিৎকার করে বলতে থাকে, ’তুই বিজেপির ক্যানডিডেট হয়েছিলি না? এখানে ত্রাণ-ফান দেওয়াফেওয়া যাবে না। ওসব লাগবে না। যা করার, আমরা করব। বিজেপি কিছু করবে না। চল ফোট এখান থেকে।”
আরও পড়ুন তিন পরিচালক, সত্যজিতের চার গল্পে ‘রে’: ২৫ জুন নেটফ্লিক্স পর্দায়
কালিঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল ঘোষ। বাবলু সিং নামে যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকে ফোনে ধরা হলে তিনি বলেন, “শম্ভুনাথ পন্ডিত স্ট্রিটে দাঁড়িয়ে খাবার দিচ্ছিল (রুদ্রনীল)। আমরা বললাম আপনি যে খাবার দিচ্ছেন তার কোনও থানা থেকে অনুমতি নিয়েছেন? তারপর থেকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে রুদ্রনীল। বলতে থাকল, তোমরা এখান থেকে যাও, আমি যা ভাল বুঝছি , করছি। আমি বললাম ভাল কথা বলছি আমি, আর তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? ব্যস। কোনও মারধোর হয়নি। এ অভিযোগ মিথ্যে।”