Dev-Rukmini: দেবের জন্মদিনে মিলল না চেনা ছকে উপহার, ‘পার্টনার’কে বিশেষ দিনের শুভেচ্ছায় কী প্রতিশ্রুতি দিলেন রুক্মিনী?

Rukmini Maitra: দেবের শুভেচ্ছাবার্তায় এবার কোন চমক রুক্মিনীর? পাশে বসে অদেখা ছবি শেয়ার করলেন অভিনেত্রী...।

Dev-Rukmini: দেবের জন্মদিনে মিলল না চেনা ছকে উপহার, 'পার্টনার'কে বিশেষ দিনের শুভেচ্ছায় কী প্রতিশ্রুতি দিলেন রুক্মিনী?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 1:01 PM

দেবের জন্মদিন বলে কথা, আর সেখানে রুক্মিনীর পোস্ট থাকবে না তা কি হয়। প্রতিবছর ২৫ ডিসেম্বর ধুমধাম করে দেবের জন্মদিন পালন করা হয়। আর যার মূল উদ্যোক্তা থাকেন অভিনেত্রী তথা দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। তিনি বারে বারে দেবের জন্য এই বিশেষ দিনে সারপ্রাইজ আয়োজন করে নজর কেড়েছেন। কখনও আবার ঘনিষ্ঠ মহলের সঙ্গে পার্টিতে মেতেছেন,  কখনও আবার এই জুটি পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন। কখনও কখনও দেখা গিয়েছে এই বিশেষ দেবের শুটিং সেটেই পৌঁছে গিয়েছেন রুক্মিনী। তবে একটি উপহার প্রত্যেক বছর নজরে আসতে দেখা যায়, তা হল বিশাল বড় এক পোস্টার। চলতি বছর তেমন আর কিছু পাওয়া গেল না রুক্মিণীর উপহারের তালিকা থেকে।

অন্দরমহলের পার্টি যেমনই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিলেন সেই চমকের। চমক না মিললেও সোশ্যাল মিডিয়ায় দেবকে শুভেচ্ছা জানাতে এবারও ভুললেন না অভিনেত্রী। দেবের পাশে বসে একটি ছবি শেয়ার করলেন, পাশাপাশি তাঁদের বিদেশ ট্রিপ থেকেও একটি মজার ছবি এদিন ভক্তদের জন্য তুলে ধরলেন রুক্মিনী। কমেন্ট বক্সে লিখলেন –তোমার সঙ্গে সেলিব্রেশানের আরও এক বছর। শুভ জন্মদিন আরও একবার, আমরা জীবনের আরও কঠিন অধ্যায় একসঙ্গে পার করবো, পার্টনার। ভালোবাসা ও শুভেচ্ছা।

রুক্মিণীর এই পোস্টে দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় আবারও এই জুটির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। চলতি বছর মুক্তি পেয়েছে তাঁদের ছবি কিসমিস, মোটের ওপর বছরটি বেশ ভালই কেটেছে অভিনেতা দেবের। সদ্য মুক্তি পেয়েছে প্রজাপতি, সেই ছবির প্রশংসাতেও পঞ্চমুখ ভক্তরা। ফলে জন্মদিনটা যে বেশ জমজমাটি কেটেছে এ বছর অভিনেতা তথা সংসদের তা বলাই বাহুল্য। যদিও এবছর জন্মদিনের সকাল থেকেই নন্দন প্রসঙ্গে বারে বারে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে দেবের নাম। তবে তিনি এই মর্মে আর মুখ খোলেননি।