Rukmini Maitra: এ কী কাণ্ড রুক্মিনীর? ছবি শেয়ার করতেই ভাইরাল পোস্ট…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 04, 2023 | 10:58 AM

Viral Post: জিতের সঙ্গে পরবর্তী ছবির কাজের হাত দেবেন তিনি। বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে রুক্মিনী মৈত্র একজন। এবার নজরে তাঁর মজার পোস্ট।

Rukmini Maitra: এ কী কাণ্ড রুক্মিনীর? ছবি শেয়ার করতেই ভাইরাল পোস্ট...

Follow Us

কয়েকদিন আগে জন্মদিন সেলেব্রেশন পার্টিতে ধরা দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। বর্তমানে টলিউডের একের পর এক বড় প্রজেক্টে কাজ করছেন তিনি। একদিকে নটী বিনোদিনী তেমনি আবার দেবের সত্যবতী তিনি। ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর লুক। দেখামাত্রই ভক্তরা ভালোবাসায় ভরিয়েছে পোস্ট। এখানেই শেষ নায়, তিনি আবার অভিনেতা জিৎ এর আগামী ছবির অভিনেত্রী। জিতের পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন তিনি। ফলে টলিউডে দেখা যাবে এবার নতুন সমীকরণ। রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এমনই নানা পোস্ট ভক্তদের জন্য অপেক্ষায় থাকে।

তবে সম্প্রতিতে খুব একটা ঘনঘন পোস্ট করতে দেখা যাচ্ছে না তাঁকে। যে ছবি পোস্ট করলেন তিনি, তা দেখে বেশ মজা পেল নেট দুনিয়া। কী হয়েছে তাঁর মুখে! না, চিন্তার কোনও কারণ নেই, গোটা মুখ জুড়ে থাকা ইমোজিতে ভর্তি। নানা রকম ফলের ইমোজি মুখের বসিয়ে সেলফি তুললেন রুক্মিণী। ঠোঁটের কোণে হালকা হাসি। তাঁর এই পোস্ট দেখে ভালবাসার ভরালেন ভক্তরা। সদ্য তিনি শেষ করেছেন ব্যোমকেশ ছবির কাজ।

এবার জিতের সঙ্গে পরবর্তী ছবির কাজের হাত দেবেন তিনি। বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী দের মধ্যে রুক্মিনী মৈত্র একজন। দিন দিন পরিণত হচ্ছে তাঁর অভিনয়। টলিউডের মাত্র ৬ বছরই যে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তা এক কথায় বেশ প্রশংসনীয়। তবে কেবল ছবি নিয়েই নয়, পাশাপাশি দেবের সঙ্গে বিজ্ঞাপনেও হাজির হচ্ছেন তিনি। টলিউড থেকে বলিউড, একের পর এক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বিদ্যুৎ জামালের সঙ্গে সনক ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে বলিউডের আরও কোনও ছবির প্রস্তাব তাঁর কাছে আছে কি না, সেই বিষয় মুখ খোলেননি অভিনেত্রী।

Next Article
Exclusive Rachana Bannerjee: রাজনীতিতে রচনা বন্দ্যোপাধ্যায়? উত্তরে ‘দিদি নম্বর ওয়ান’ বললেন, ‘ভবিষ্যতের কথা বলা যায় না’