Rukmini Maitra: ‘ট্রোলের জন্য আপনারাই দায়ী’, ট্রোলের জবাব দিলেন রুক্মিনী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 16, 2023 | 1:24 PM

Tollywood Gossip: টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী এখন রুক্মিনী মৈত্র বললে খুব ভুল হবে না। সদ্য ব্যোমকেশ ছবির টিজার মুক্তির সময় তাঁকে প্রকাশ্যে পাওয়া যায়।

Rukmini Maitra: ট্রোলের জন্য আপনারাই দায়ী, ট্রোলের জবাব দিলেন রুক্মিনী

Follow Us

রুক্মিনী মৈত্র, বর্তমানে একের পর এক ছবির অফার তাঁর ঝুলিতে। বিনোদিনী ছবির কাজের পাশাপাশি আসে সত্যবতীর চরিত্রের অফার, তিনি ব্যোমকেশ ছবির কাজ শেষ করা মাত্রই খবর শেয়ার করেন জিতের সঙ্গে বুমেরাং ছবিতে কাজ করছেন। এখানেই শেষ নয়, তাঁর ও দেবের পরবর্তী ছবির কাজ হবে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। যার ফলে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী এখন রুক্মিনী মৈত্র বললে খুব ভুল হবে না। সদ্য ব্যোমকেশ ছবির টিজার মুক্তির সময় তাঁকে প্রকাশ্যে পাওয়া যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় মন্তব্য করেন তিনি। যার মধ্যে অন্যতম ছিল ট্রোলিং।

সোশ্যাল মিডিয়া ট্রোলিং তিনি কীভাবে ম্যানেজ করেন, সেই প্রশ্ন করতেই রুক্মিনী সপাট জবাব দেন, এই জন্যই ট্রোলিং প্রশয় পায়। কারণ কমেন্টে উঠে আসা ট্রোলিংগুলোকে নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়। তার বাইরে যে হাজার হাজার মন্তব্য রয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভক্তরা পোস্ট করে থাকেন, এত প্রশংসা, সেগুলো নিয়ে তো কেউ কখনও প্রশ্ন করোে না। কেউ তো জানতে চায় না, যে সত্যবতীর চরিত্রে রুক্মিনীকে এভাবে মানিয়ে যাবে তা কে জানত।

রুক্মিনী মৈত্রর কথা সকলে যদি খারাপ গুলোকে পাশে সরিয়ে রেখে কেবল ভালগুলোকে নিয়ে প্রশ্ন করে, চর্চা করে তবে এই ট্রোলিং বিষয়টা অনেকটাই মুছে যায়। রুক্মিনী মৈত্রর কথায়, তাঁর কাছে এই চরিত্র অন্যতম চ্যালেঞ্চ ছিল। বেশ কয়েকটি ছবিতে তিনি ছকভাঙা লুকেই ধরা দিয়েছেন। যার মধ্যে বিনোদিনী লুক সর্বাধিক চর্চিত। এখন কেবল দেখার রুক্মিনী পর্দায় কতটা নজর কাড়তে পারেন সত্যবতী লুকে।

Next Article