Rukmini Maitra: ‘দয়া করে কারও সঙ্গে…’, বিপাকে রুক্মিণী মৈত্র, দিলেন এক খারাপ খবর

Rukmini Maitra: যা হয়েছিল দেবের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে। হ্যাক হল তাঁর সাধের ফেসবুক অ্যাকাউন্টটি। সোমবার রাত বাড়তেই ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন রুক্মিণী নিজেই।

Rukmini Maitra: 'দয়া করে কারও সঙ্গে...', বিপাকে রুক্মিণী মৈত্র, দিলেন এক খারাপ খবর
বিপাকে রুক্মিণী মৈত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 10:03 PM

যা হয়েছিল দেবের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে। হ্যাক হল তাঁর সাধের ফেসবুক অ্যাকাউন্টটি। সোমবার রাত বাড়তেই ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেন রুক্মিণী নিজেই। তিনি লেখেন, “সবাইকে জানাচ্ছি, আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম ও লিগাল টিম অ্যাকাউন্টটি ফেরত পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ওই পেজ থেকে কোনও মেসেজ এলে উত্তর দেবেন না। পাশাপাশি ওই পেজে গিয়ে কারও সঙ্গে কথোপকথন চালাবেন না পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত।” এই মুহূর্তে রুক্মিণীর ফেসবুক পেজে গেলে স্পষ্টতই দেখা যাচ্ছে সেখানে পোস্ট করা হয়েছে সম্পূর্ণ অন্য কন্টেন্ট। যার সঙ্গে রুক্মিণীর কোনও সম্পর্ক নেই।

দিন কয়েক আগে প্রায় অনুরূপ ঘটনা ঘটেছিল দেবের সঙ্গেও। তাঁর ইউটিউব চ্যানেল থেকে আপলোড হচ্ছিল একের পর এক অপ্রাসঙ্গিক সব ভিডিয়ো। সেই সমস্যা সামাল দিতে না দিতেই আরও এক সমস্যা। যদিও তা দ্রুত নিরাময় হবে বলেই মনে করছেন রুক্মিণীর ভক্তরা। ‘ব্যোমকেশ দূর্গ রহস্যে’র শুটিংয়ে এখন ব্যস্ত দেব-রুক্মিণী। সম্প্রতি মধ্যপ্রদেশে থাকার ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিরসা দাশগুপ্তের ব্যোমকেশে দেবকে প্রথম বার দেখা যাবে ব্যোমকেশের ভূমিকায়। অন্যদিকে রুক্মিণী থাকছেন সত্যবতীর ভূমিকায়।

তবে এখানেই শেষ নয়। কর্মজীবনে ব্যস্ত দু’জনেই। একজন ‘বাঘাযতীন’, অন্যজন ‘বিনোদিনী’। কথা হচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের। কিছু দিন আগেই মালদ্বীপে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দেবের সঙ্গে এক মিষ্টি ছবি পোস্ট করেন নায়িকা। মেয়ের রোম্যান্স দেখে চুপ করে থাকেননি মা মধুমিতা মৈত্রও। তিনি লেখেন, “এভাবেই আশীর্বাদধন্য হয়ে থেকো”। রুক্মিণী ও দেবের প্রেম ইন্ডাস্ট্রিতে কোনও নতুন তথ্য নয়। মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। ফাঁক পেলেই কখনও ফিনল্যান্ডের আলো, আবার কখনও বা মালদ্বীপে নীল সমুদ্র টানে তাঁদের। এরই মধ্যেই এই হ্যাকিংয়ের সমস্যা! দ্রুত যেন সমাধান হয়ে যায়, এমনটাই চাইছেন তাঁদের ভক্তরা।