Rukmini Maitra Heath: অসুস্থ রুক্মিনী, ‘বিনোদিনী’র গোটা টিম আক্রান্ত এই রোগে, বন্ধ শুটিং

Rukmini Maitra: বছর ঘুরতেই তড়িঘড়ি শুরু হয়ে যায় শুটিং। কাজও চলছে পুরোদমে। তবে কোথাও গিয়ে যেন এবার খানিক থামার পালা।

Rukmini Maitra Heath: অসুস্থ রুক্মিনী, বিনোদিনীর গোটা টিম আক্রান্ত এই রোগে, বন্ধ শুটিং

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 13, 2023 | 5:37 PM

উদ্বেগ ছড়িয়েছিল ভক্তদের মনে। এবার সামনে এল রুক্মিনীর অসুস্থ হওয়ার খবর। অভিনেত্রী রুক্মিনী মৈত্র বর্তমানে বিনোদিনী ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন। তবে সেই শুটিং সেটেই এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় এবার সেই খবর সামনে আনতেই উদ্বেগ ছড়াল ভক্তদের মনে। ঠিক কী হয়েছে অভিনেত্রীর? সোশ্যাল মিডিয়ায় সবটাই বিস্তারিত জানালেন রাম কমল। লিখলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক বিনোদিনী টিম। তোমরা সকলেই যোদ্ধা, এটা দুর্ভাগ্যজনক যে অধিকাংশ ছবির সদস্যরাই অসুস্থ, শুটিং সেটেই ছড়ায় ভাইরাল। পোশাক বিভাগ কিংবা হেয়ার আর্টিস্ট, সকলেই জ্বরে কাবু। প্রত্যেকের চিকিৎসা চলছে। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।

খবর সামনে আসতেই সকলের মনে উদ্বেগ দেখা দেয়। দ্রুত কমেন্ট বক্স আরোগ্য কামনায় প্রার্থনা করে ভক্তরা। ২০২২-এর শেষেই সামনে এসেছিল বিনোদিনী ছবির খবর। ছবি নিয়ে প্রথম থেকেই উত্তেজিত রুক্মিনী মৈত্র। চরিত্র নিয়ে রুক্মিণী জানিয়েছিলেন, গত এক বছর ধরে এই ছবির জন্য প্রাণপাত করছেন তিনি। ছেড়েছেন বহু বলিউড প্রজেক্টও। বাংলা নাটকের ইতিহাস ব্যক্তের দায়ভার নিজের হাতে তুলে নিয়েছনে অভিনেত্রী। নিজেকে প্রমাণের তাই মরিয়া চেষ্টা তাঁর। আপাতত গোটা টিম নেমে পড়েছে ময়দানে।

বছর ঘুরতেই তড়িঘড়ি শুরু হয়ে যায় শুটিং। কাজও চলছে পুরোদমে। তবে কোথাও গিয়ে যেন এবার খানিক থামার পালা। সকলেরই গায়ে জ্বর, অসুস্থ, তাই আপাতত থামিয়ে রাখা হল ছবির কাজ।  পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিংবদন্তী নাট্যকারের চরিত্রে। এখানেই শেষ নয়। ছবিতে রয়েছে বলিউডি চমকও। বিনোদিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। চরিত্র নিয়ে উচ্ছ্বসিত তিনি। তাঁর কথায়, “রঙ্গবাবু এমনই একজন মানুষ যিনি বিনোদিনীর পাশে আজীবন ছিলেন। তাঁকে সত্যিকারের ভালবেসেছিলেন।”