নির্বাচনে হেরেও আসানসোলের পাশে সায়নী, শিশুদের জন্য কী করলেন?

স্বরলিপি ভট্টাচার্য |

May 20, 2021 | 7:57 PM

নির্বাচনে হেরে গিয়েছেন সায়নী। হেরে যাওয়ার পরেও হাসিমুখে জানিয়েছিলেন, ময়দান ছাড়ার পাত্রী তিনি নন। অর্থাৎ রাজনীতির মাঠে এ বার তিনি নিয়মিত।

নির্বাচনে হেরেও আসানসোলের পাশে সায়নী, শিশুদের জন্য কী করলেন?
এক শিশুকে মাস্ক পরিয়ে দিচ্ছেন সায়নী। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

সায়নী ঘোষ (Saayoni Ghosh)। অভিনয়ের কেরিয়ার নেহাত কম দিনের নয়। তাঁর পরিশ্রম, অভিনয় দক্ষতাকে আগেও কুর্নিশ করেছেন দর্শক। আবার ব্যক্তি জীবনেও সায়নী অকপট। মুখের উপর সত্যি বলতে কখনও দ্বিতীয় বার ভাবেননি। এ হেন সায়নী যখন সরাসরি রাজনীতির ময়দানে নামলেন, তৃণমূলে যোগ দিয়ে বিধানসভা ভোটের টিকিটও পেলেন, তখন ফের তাঁকে নিয়ে আলোচনা শুরু হল বিভিন্ন মহলে।

আসনসোল দক্ষিণের আসন থেকে বিধানসভা ভোটে সায়নীকে লড়াই করার দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে নজর কেড়েছিলেন সায়নী। স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে কখনও পায়ে হেঁটে প্রচার, কখনও ছোট ছোট জমায়েতে মিটিং করেছিলেন। রীতিমতো সাধারণ মানুষের বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিলেন। কখনও তাঁদের সঙ্গে গানের তালে নেচেছেন। কখনও গলার মালা খুলে পরিয়ে দিয়েছেন খুদেদের। কিন্তু শেষরক্ষা হয়নি।

আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে অল্প ব্যবধানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন সায়নী। হেরে যাওয়ার পরেও হাসিমুখে জানিয়েছিলেন, ময়দান ছাড়ার পাত্রী তিনি নন। অর্থাৎ রাজনীতির মাঠে এ বার তিনি নিয়মিত।

ভোটপর্ব মিটে যেতেও সে কথা এখনও পর্যন্ত রেখেছেন অভিনেত্রী। করোনার ভয়াবহতার মধ্যেও আসানসোলের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার ছোটদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন তিনি। সেই সংক্রান্ত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সায়নী।

সায়নী লিখেছেন, ‘আজ আসানসোল দক্ষিণের কালীপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাকরডাঙ্গা এলাকায় আমার খুদে বন্ধুদের কিছু খাদ্য সামগ্রী, মাস্ক, সাবান এবং কিছু বাচ্চাদের ছাতা দেওয়া হল।’

এ ভাবেই প্রতিদিন আসানসোলের মানুষের পাশে থাকতে চান বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সায়নী। কিছু ভোটের ব্যবধানে হেরেছেন ঠিকই, কিন্তু বহু মানুষ তাঁকে ভোট দিয়েছিলেন। সেই ভালবাসা ভুলে যাবেন না, প্রতিশ্রুতি সায়নীর।

আরও পড়ুন, সোনুর প্রতি ভালবাসা প্রকাশে পোস্টারে দুধ ঢাললেন ভক্তরা!

Next Article