Sabitri Chatterjee: ‘কাজ করিয়ে টাকা দেয়নি’, বিখ্যাত বাঙালি পরিচালকের বিরুদ্ধে সরব সাবিত্রী
Sabitri Chatterjee: ৯০ ছুঁতে আর চার বছর বাকি তাঁর। কাজ এখনও চালিয়ে যাচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বড়দিনের মরসুমে মুক্তিপ্রাপ্ত 'প্রধান'-এও দেখা যাবে তাঁকে। এরই মধ্যে সাবিত্রী করলেন এক বিস্ফোরক মন্তব্য। যে মন্তব্য নিয়ে এখন চারিদিক তোলপাড়। কাজ করিয়েও নাকি তাঁকে পারিশ্রমিক দেননি এক বিখ্যাত পরিচালক।
৯০ ছুঁতে আর চার বছর বাকি তাঁর। কাজ এখনও চালিয়ে যাচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বড়দিনের মরসুমে মুক্তিপ্রাপ্ত ‘প্রধান’-এও দেখা যাবে তাঁকে। এরই মধ্যে সাবিত্রী করলেন এক বিস্ফোরক মন্তব্য। যে মন্তব্য নিয়ে এখন চারিদিক তোলপাড়। কাজ করিয়েও নাকি তাঁকে পারিশ্রমিক দেননি এক বিখ্যাত পরিচালক। যিনি আবার বাঙালিও। সম্প্রতি ছবির প্রচারের জন্য তিনি এসেছিলেন ‘দাদাগিরি’র মঞ্চে। সেখানেই ওই পরিচালকের নামও ফাঁস করেছেন তিনি। কে সেই পরিচালক? সাবিত্রী দাবি করেছেন একটি ছবিতে কাজ করিয়ে তাঁকে টাকা দেননি বিকাশ রায়, তিনি বলেন,”টাকা না পেলেও, পরিচিতি পেয়েছিলাম। ওটুকুই।’ বিকাশ রায় বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নাম। অভিনয়ের পাশাপাশি বহু ছবি পরিচালনাও করেছিলেন তিনি। ‘নীল আকাশে নীচে’, ‘ছদ্মবেশী’–এই সব ছবির মধ্যে উল্লেখযোগ্য। এ ছাড়াও ‘মরুতীর্থ হিংলাজ’, ‘কেরী সাহেবের মুন্সী’র মতো ছবি পরিচালনাও করেছেন তিনি। ১৯৮৭ সালে মৃত্যু হয় তাঁর। এবার টাকা না দেওয়ার প্রসঙ্গ টেনে এনে তাঁর নামই নিলেন বর্ষীয়ান অভিনেত্রী।
তবে শুধু ছবিই নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ‘প্রধান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। সাবিত্রী জানান, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সম্বন্ধ এসেছিল তাঁর। তবে সেই বিয়ে হয়নি। তাঁর রসিকতা, যখনই কাউকে ভাল লেগেছে, তখন দেখা গিয়েছে তিনি বিবাহিত বা সম্পর্কে রয়েছেন। এত বছর কেটে গেলেও আজও তিনি অবিবাহিত। কাজ করছেন চুটিয়ে। বয়সের ভারে মোটেও তিনি ন্যুব্জ নন, বরং প্রাণশক্তিতে ভরপুর, ৮৬-তেও তিনি যেন তরতাজা তরুণী।