Sabyasachi-Aindrila: আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে: সব্যসাচী

Sabyasachi-Aindrila: বুধবার মধ্যরাতে আচমকাই ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুধু যে নেটিজেনরাই মিথ্যে খবর ছড়িয়েছেন এমনটা তো নয়। জনপ্রিয় গায়িকা থেকে শুরু করে ছোট পর্দার পরিচিত মুখের ফেসবুক প্রোফাইল থেকেও এসেছে 'রেস্ট ইন পিস ঐন্দ্রিলা' বার্তা।

Sabyasachi-Aindrila: আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে: সব্যসাচী
ঐন্দ্রিলাকে নিয়ে মিথ্যে রটনা, মুখ খুললেন সব্যসাচী

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 17, 2022 | 3:28 PM

প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা লড়ছেন, সঙ্গে লড়ছেন সব্যসাচীও। হাসপাতালই তাঁর বর্তমানের ঠিকানা। এরই মধ্যে বুধবার মধ্যরাতে আচমকাই ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুধু যে নেটিজেনরাই মিথ্যে খবর ছড়িয়েছেন এমনটা তো নয়। জনপ্রিয় গায়িকা থেকে শুরু করে ছোট পর্দার পরিচিত মুখের ফেসবুক প্রোফাইল থেকেও এসেছে ‘রেস্ট ইন পিস ঐন্দ্রিলা’ বার্তা। চুপ ছিলেন সব্যসাচী। কিন্তু বুধবার রাত বাড়তেই মুখ খুললেন তিনি। বা বলা ভাল খুলতে বাধ্য হলেন! ভাল নেই ঐন্দ্রিলা। জানেন সব্যসাচীও। আগামীকাল কী হবে, তা নিয়ে ধন্দে চিকিৎসকেরাও। তবু জারি চেষ্টা। সব্যসাচীর কথায়, “আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে”। ঐন্দ্রিলা আছেন, জারি রয়েছে তাঁর বেঁচে থাকার চেষ্টা। জারি রয়েছে সব্যসাচীরও তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা। এসবের মধ্যে প্রেমিকাকে নিয়ে মিথ্যে রটনায় কার্যত বিধ্বস্ত অভিনেতা।

বুধবার সকালে আচমকাই একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন বছর ২৪-এর অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ‘সিপিআর’ দেওয়া হয়েছে তাঁকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সিপিআর দেওয়ার পর অবস্থা কিছুটা সামাল দিতে পারেন চিকিৎসকেরা। সেই সময়ের মতো ধাতস্থ হয়েছিলেন ঐন্দ্রিলা। যদিও সঙ্কট কাটেনি। গায়েও জ্বর রয়েছে। এ ছাড়াও বাড়তি চিন্তা নতুন করে দেহে বাসা বাঁধা সংক্রমণ। গত ১ নভেম্বর সন্ধ্যায় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন দু’বার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সেদিন তাঁর অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে। রান্না ঘরে গল্প-গল্প করতে-করতে অচৈতন্য হয়ে পড়েন। একটুও সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

গত সপ্তাহে চিকিৎসায় বেশ সাড়াও দিচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে ভেন্টিলেশনে সি-প্যাপ সাপোর্টে রাখা হলেও মাঝে মধ্যেই হাত খানিক নেড়ে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছিলেন। চিকিৎসকেরাও আশার আলো দেখছিলেন। কিন্তু গত তিন দিন ধরে শরীর আবার অবনতি করেছে তাঁর। এমনকি প্রেমিক সব্যসাচীও প্রার্থনা করতে বলেছিলেন সকলকেই তিন দিন আগেই। জানা গিয়েছে,তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথার যে দিকে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। ঐন্দ্রিলার জন্য সারা সোশ্যাল মিডিয়ায় জুড়েই চলছে প্রার্থনা। ফিনিক্স হয়ে ফিরে আসুন তিনি– চাইছেন সকলেই।