AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: মমতার কথা রাখলেন সলমন, ভোররাত্রেই শহরে হাজির ‘ভাইজান’

Salman Khan: এতদিন মুখ্যমন্ত্রীর পাশে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে জ্বলজ্বল করতেন শাহরুখ খান। দেখা যেতে অমিতাভ বচ্চনকেও। এই বছর 'কিফ'-এ যখন এই দুই মহারথীই ব্যক্তিগত কারণে কিফ-কে না বলে দিয়েছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু ফেরালেন না ভাইজান অর্থাৎ সলমন খান।

Salman Khan: মমতার কথা রাখলেন সলমন, ভোররাত্রেই শহরে হাজির 'ভাইজান'
ভোররাত্রেই শহরে হাজির 'ভাইজান'
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 11:31 AM
Share

এতদিন মুখ্যমন্ত্রীর পাশে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে জ্বলজ্বল করতেন শাহরুখ খান। দেখা যেতে অমিতাভ বচ্চনকেও। এই বছর ‘কিফ’-এ যখন এই দুই মহারথীই ব্যক্তিগত কারণে কিফ-কে না বলে দিয়েছেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু ফেরালেন না ভাইজান অর্থাৎ সলমন খান। আজ অর্থাৎ মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সলমন আসুক, তাঁর সেই চাওয়া পূর্ণ করতেই মঙ্গলবার ভোররাত্রেই সঙ্গীসাথী নিয়ে শহরে হাজির হলেন তিনি। এ দিন সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময়েই উপস্থিত সংবাদমাধ্যমের লেন্সবন্দী হন সলমন। সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় ভাইজানকে। মুখে হাসি নিয়েই তিনি যেন বললেন, ‘এক বার ম্যায়নে যো কমিটমেন্ট কর দিয়া, উসকে বাদ খুদকা ভি নহি শুনতা’। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।

সলমন-মমতার সখ্য

এতদিন শাহরুখই ছিলেন চোখের মণী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবেও তাঁকেই বেছে নিয়েছিলেন মমতা। তবে এ বছরের মাঝামাঝি সমীকরণ যেন ঘুরতে শুরু করে। ‘দা-ব্যাং ট্যুর’-এ এই বছরেই শহরে আসেন সলমন খান আকাশনীল হাফ-হাতা শার্ট আর ডেনিম পরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁকে দেখা করতেও দেখা গিয়েছিল। সলমনকেও আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি মমতা। সেখানেই কিফে আসার প্রস্তাব দেওয়া হলে সলমন তখনই জানিয়েছিলেন তিনি চেষ্টা করবেন।

অবশেষে সেই চেষ্টারই বাস্তবায়ন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর পরেই মমতার পাশে দেখা যাবে সলমনের উজ্জ্বল উপস্থিতি। এ ছাড়াও হাজির থাকবেন টলিউড তো বটেই বলিউডেরও নামজাদারা।