Saptarshi-Sohini: অল্পের জন্য প্রাণরক্ষা সপ্তর্ষি-সোহিনীর, মা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা
Saptarshi-Sohini: মা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত।

মা উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। ঘটনা এতটাই ভয়াবহ যে উড়ালপুল থেকে উল্টে যেতে পারত গাড়ি। ঠিক কী ঘটেছিল? সপ্তর্ষির অভিযোগ, সস্ত্রীক মা উড়ালপুল দিয়ে যখন যাচ্ছিলেন তখন অন্যদিক থেকে একটি গাড়ি তাঁদের ওভারটেক করার চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎই ওভারটেক করতে না পেরে ধাক্কা দিয়ে চলে যায়। তাঁদের গাড়ির চালক বাঁ দিকে গাড়িটা কোনওমতে চেপে দেন। কিন্তু মা উড়ালপুলে বাঁ দিক দিয়ে বাইক চলাচল করে। সৌভাগ্যক্রমে ওই সময় সেখান দিয়ে কোনও বাইক যাচ্ছিল না। যদি যেত তাহলে তাঁদের গাড়িটা যে পাল্টা বাইকে গিয়েই ধাক্কা মারত তা একপ্রকার নিশ্চিত সপ্তর্ষি। ঘটনায় কার্যত ক্ষুব্ধ তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন তিনি। সপ্তর্ষি লেখেন, “আজ প্রায় মৃত্যুর মুখোমুখি হলাম মা ফ্লাইওভারে।”
যে গাড়িটির উপর ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছিলেন, সেই গাড়ির ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “এই গাড়ির চালক আমাদের গাড়িটিকে ওভারটেক করে উল্টো দিক থেকে এবং আমাদের অন্য এক গাড়ির দিকে সজোরে ঠেলে দেয়। ব্রিজ থেকে আমরা পড়ে যেতে পারতাম। কোনও বাইক আরোহীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারত দুর্ঘটনায়।” এরই পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, গাড়ির চালক মদ্যপ ছিলেন। কলকাতা পুলিশের কাছে গোটা ঘটনাটি খতিয়ে দেখার আবেদনও জানান তিনি।
মা উড়ালপুলে দুর্ঘটনার খবর কিন্তু নয়। বাইক দুর্ঘটনা থেকে চারচাকা– মাঝেমধ্যেই শিরোনাম দখল করে এই উড়ালপুল। সপ্তর্ষির সঙ্গে যে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর ভক্তরা। একই সঙ্গে পুলিশকে পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।





