AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saswata Chatterjee: আপনার রয়েছে কোনও মনোস্কামনা? জানতে চাইছেন ‘বব বিশ্বাস’!

দিন কয়েক আগে এক ছবিতে আলো-আবছায়ায় ভরা ছিল অভিনেতার মুখ। এক অদ্ভুত উদাসী চাহনি ছিল তাঁর চোখে।

Saswata Chatterjee: আপনার রয়েছে কোনও মনোস্কামনা? জানতে চাইছেন 'বব বিশ্বাস'!
শাশ্বত।
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 11:59 AM
Share

দিন কয়েক আগে এক ছবিতে আলো-আবছায়ায় ভরা ছিল অভিনেতার মুখ। এক অদ্ভুত উদাসী চাহনি ছিল তাঁর চোখে। ছবির ক্যাপশনে শাশ্বত চট্টোপাধ্যায় লেখেন, ‘ভয় নিজের থেকে মুখ লুকিয়ে রাখা থেকে বেরিয়ে আসুন…মুখোমুখি হোন, অন্ধকারে হয়ে উঠুন আলো।’ অনুপ্রেরণার এক নতুন মন্ত্র দিয়েছিলেন শাশ্বত।

মঙ্গলবার সকাল সকাল সেই আলোর এক উৎস হাতে নিয়ে করলেন ছবি পোস্ট। শাশ্বত চট্টোপাধ্যায়ের হাতে দেখা গেল আলাদিনের আশ্চর্য প্রদীপ। আর ক্যাপশনে তাঁর ভক্তকূলের কাছে ছুঁড়ে দিলেন প্রশ্ন—‘হঠাৎ যদি আশ্চর্য প্রদীপ পান, কী কী উইশ চাইবেন?’ একের পর এক কমেন্টে উপচে পড়ল মানুষের মনস্কামনা। একজন লিখলেন, ‘আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাওয়া মানুষগুলো যেন খুব খুব ভাল থাকে সুস্থ থাকে’। অন্যজন লিখলেন, ‘সমস্ত দেশের কাঁটাতার গুলো উঠে গিয়ে সব এক হয়ে যাক।’ আবার একজন লেখেন, ‘পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে, আর প্রত্যেকটা মানুষ যেন তার মনুষ্যত্ব না হারায়।’

 

 

অনীক দত্তের ফিল্ম ‘আশ্চর্য প্রদীপ’-এ অভিনয় করেন শাশ্বত। সেই ফিল্মের ছবিই পোস্ট করেছেন শাশ্বত। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে শাশ্বত ছাড়াও অভিনয়ে ছিলেন শ্রীলেকা মিত্র, রজতাভ দত্ত প্রমুখ। মধ্যবিত্ত এক পরিবারের বড়লোক হওয়ার ইচ্ছে যে কী তীব্র এবং ভয়ানক রূপ নিতে পারে তা-ই ফুটিয়ে তোলা হয়েছিল ছবিতে।

 

গত ৭ জুলাই প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করেন শাশ্বত। তিনি বলেন, “আজ আমি মনে করি, দিলীপ কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন, একটা প্রতিষ্ঠান। যেখান থেকে অনেক অভিনেতা অভিনয় শিখেছে। সেখানে অনেক বড় বড় নামও আছে। আমি কারও নাম বলতে চাই না। কিন্তু তাঁদের উপর দিলীপ কুমারের প্রভাব প্রচন্ড ভাবে স্পষ্ট।”

 

আরও পড়ুন Arjun Chakrabarty: সকাল-সকাল এটা না হওয়া পর্যন্ত কারও সঙ্গে একটিও কথা বলেন না অর্জুন!