Saurav Das: বিয়ের সাত দিন পরেই সুখবর দিলেন সৌরভ, হাসিমুখে জানালেন…

Saurav Das: বিয়ে হয়েছে মোটে সাত দিন, ধুমধাম করে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। স্বপ্নের মতো বিয়ের সাত দিন পরেই অভিনেতা দাস দিলেন সুখবর। কী সুখবর জানেন? তিনি ফিরছেন, তবে দর্শনার সঙ্গে ন্যয়, বরং বাংকার হারিয়ে যাওয়া লোকশিল্পকে সঙ্গী করে আগমন হচ্ছে তাঁর।

Saurav Das: বিয়ের সাত দিন পরেই সুখবর দিলেন সৌরভ, হাসিমুখে জানালেন...
দর্শনা-সৌরভ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 6:48 PM

বিয়ে হয়েছে মোটে সাত দিন, ধুমধাম করে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। স্বপ্নের মতো বিয়ের সাত দিন পরেই অভিনেতা দাস দিলেন সুখবর। কী সুখবর জানেন? তিনি ফিরছেন, তবে দর্শনার সঙ্গে ন্যয়, বরং বাংকার হারিয়ে যাওয়া লোকশিল্পকে সঙ্গী করে আগমন হচ্ছে তাঁর। ফিরছেন নতুন কাজ নিয়ে। খরাজ মুখোপাধ্যায়, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রল্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্রই এই ফেরায় তাঁর সঙ্গী হচ্ছেন। ছবির নাম ‘নানা হে’। তবে এই ছবিকে শুধুমাত্র ছবি বলতে নারাজ প্রযোজক সংস্থা মোজোটেল এন্টারটেনমেন্টের কর্ণধার সুমনা কাঞ্জিলাল। তাঁর কথায়, “নানা হে শুধুমাত্র একটা সিনেমা নয় , এটা হারিয়ে যাওয়া লোককথার দলিল।” এ দিন শুটিং করতে স্পটে পৌঁছেও যান সৌরভ। তাঁকে দেখামাত্র ঘিরে ধরেন অনুরাগীরা। সেই ভিডিয়োও ইতিমধ্যেই হয়েছে ভাইরাল।

তবে শুধু সৌরভই নন, কাজে ফিরেছেন দর্শনাও। সম্প্রতি এক ফটোশুটেও দেখা গিয়েছে। মজা-আনন্দ শেষে আবারও কাজেফেরা তাঁদের। জীবনের এই নতুন জার্নি চুটিয়ে উপভোগ করছেন দু’জনেই। গত ১৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন সৌরভ-দর্শনা। আগে থেকে কিছুই জানানি ওঁরা। বিয়ের দু’সপ্তাহ আগেই প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের খবর। কেন এই গোপনীয়তা? সৌরভ জানিয়েছিলেন, আগের বেশ কিছু সম্পর্ক কাজ করেনি। তাই এই সম্পর্ক পরবর্তী ধাপে না এগনো পর্যন্ত যৌথভাবে এই সিদ্ধান্তই নিয়েছিলেন দু’জনে। ওই যে প্রবাদ– ‘কিপ ইট প্রাইভেট, আনটিল ইটস পারমানেন্ট’– যতক্ষণ না পর্যন্ত স্থায়ী কিছু হচ্ছে তাঁকে ব্যক্তিগতই রাখা উচিৎ।