AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pathaan Movie: ৫২ বছর পর এই প্রথম হিন্দি ছবির মুক্তি, ‘পাঠান’ নিয়ে উন্মাদনা বাংলাদেশে

Pathaan Movie: কথায় বলে, যা হয় না চারে তা হয় না চব্বিশেও। এই মিথকেই মিথ্যে প্রমাণ করে ছাড়লেন শাহরুখ খানের 'পাঠান'। প্রায় ৫২ বছর পর বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখ খানের ছবি 'পাঠান'।

Pathaan Movie: ৫২ বছর পর এই প্রথম হিন্দি ছবির মুক্তি, 'পাঠান' নিয়ে উন্মাদনা বাংলাদেশে
শাহরুখ খান।
| Edited By: | Updated on: May 05, 2023 | 5:06 PM
Share

কথায় বলে, যা হয় না চারে তা হয় না চব্বিশেও। এই মিথকেই মিথ্যে প্রমাণ করে ছাড়লেন শাহরুখ খানের ‘পাঠান’। প্রায় ৫২ বছর পর বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। অবশেষে যশরাজ প্রযোজনা সংস্থা থেকে এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। আগামী ১২ মে মুক্তি পাবে এই ছবি। এর আগে শোনা গিয়েছিল আজ অর্থাৎ ৫ মে মুক্তি পাবে ছবিটি। তবে তা পিছিয়ে গিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, ইদে ওই দেশে বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। সে কারণেই কিং খানের ছবি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। এই খবরে উত্তেজনায় ফুটছে শাহরুখ খানের ওই দেশের ভক্তরা। তাঁদের আনন্দ আর ধরে না। কিং খানের ভক্ত সংখ্যা যে ওই দেশেও কিছু কম নয়। এ প্রসঙ্গে যশরাজের তরফে নেলসন ডি’সুজা বলেন, “সিনেমা সব সময়ই দেশ, জাতির মধ্যে সংযোগ স্থাপন করে এসেছে। সমস্ত সীমা ঘুচিয়ে দেয় সিনেমা। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি অবশেষে ছবিটি বাংলাদেশের মানুষদের আনন্দ প্রদান করার জন্য যাচ্ছে।”

ওই বিবৃতিতে আরও বলা হয়, “১৯৭১ সালের পর থেকে ওই দেশে আর কোনও হিন্দি ছবি মুক্তি পায়নি। সেক্ষেত্রে পাঠানই প্রথম ছবি হতে চলেছে। আমরা শুনেছিল বাংলাদেশে শাহরুখে প্রচুর অনুরাগী রয়েছে।” ওই দেশের সেন্সরেও আটকায়নি এই ছবি। বরং সকলেরই ভাল লেগেছে ছবিটি।

সারা বিশ্বে এই ছবি এখনও পর্যন্ত আয় করেছে প্রায় ১০০০ কোটি। এই ছবির মধ্যে দিয়েই কামব্যাক করেছিলেন শাহরুখ। ছবির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনিও। এরই মধ্যে গেরুয়া-বিতর্কের মধ্যেও পড়তে হয় তাঁকে। ছবিতে দীপিকার একটি গান ‘বেশরম’-এ তাঁর পোশাক নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। যদিও সে সব অতীত। যাবতীয় সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে ওই ছবি সুপারহিট হয়। শাহরুখ খানও খুঁজে পান তাঁর হারানো মসনদ। বাংলাদেশে ওই ছবি কেমন পারফর্ম করে এখন সেটাই দেখার।