অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের প্রশ্নের মুখে পড়তে চলেছেন ‘স্বামী’ যশ দাশগুপ্ত। যশের জীবনে এতদিন যা ছিল অজানা এবার তাই জেনে নিতে চলেছেন নুসরত। আরও একবার ভালবাসায় বোল্ড হতে চলেছেন যশ। ব্যাপারটা একটু বিষদে বলা যাক।
অভিনেত্রী-সাংসদ পরিচয়ের বাইরেও আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে নুসরতকে। এক বেসরকারি এফএম চ্যানেলের এক টক শো হোস্ট করতে চলেছেন তিনি। শো’র নাম ‘ইশক উইদ নুসরত’। হিন্দিতে এই টক শো সঞ্চালনা করেন করিনা কাপুর খান। এই শো’তেই নুসরতের অতিথি হয়ে আসতে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ অনেককেই। নুসরতের প্রশ্নের মুখে পড়তে হবে তাঁদের সবাইকে। ছাড় পাবেন না কেউই। রিল আর রিয়েল কোথাও গিয়ে কি মিশে যাবে যশ-নুসরতের জীবনে?
দিন কয়েক আগেই ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে এনেছিলেন বাবা-যশ। দিন যত এগিয়েছে সম্পর্ক নিয়েও তত বেশি মন খুলে কথা বলেছেন নুসরত ও যশ। নুসরত জানিয়েছেন তাঁর সন্তানের বাবা যশ। বাবা হিসেবে যশ কেমন? নুসরত শিক্ষক হলে সেই মার্কশিটে বাবা যশ কত নম্বর পাবেন? এই নিয়েই টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন নুসরত। নুসরতের উত্তর, “যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব আমি।” বলেছিলেন, “ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।”
তাঁদের নিয়ে ট্রোলের শেষ নেই। তবে সেই সবকে পাশ কাটিয়ে তাঁরা যে ভালই আছেন, সেই বার্তাই যেন বারে বারে দিয়ে চলেছেন ওই সেলেব জুটি।