কোভিডের কঠিন পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছেl শুধু আম জনতা নন, সেলেব্রিটিরাও নিজেদের ওয়ালে খোঁজ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে আইসিইউ বেডের। ঋদ্ধি সেন, পরমব্রত, সৃজিত, যিশু, ইন্দ্রদীপ থেকে শুরু করে সায়ন্তিকা-সায়নীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেনl সেই একই পথে হাঁটলেন চন্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী।
কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সেফ হোম খুললেন তিনি। মঙ্গলবার থেকে ভগবানপুরে অক্সিজেন কনসেন্ট্রটর দিয়ে ওই সেফ হোম পরিষেবা চালু হতে চলেছে, ভগবানপুর গ্রামীণ হাসপাতালের পাশেই। বিধায়কের তরফে জানান হয়েছে, যারা covid -এ আক্রান্ত এবং বাড়িতে কোয়ারান্টিনে থাকতে পারবেন না তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে এখানে এসে পরিষেবা নিতে পারবেন। নিজের কেন্দ্র চণ্ডীপুরেও খুব শীঘ্রই সেফ হোম চালু করার কথা ভাবছেন তিনি, জানা যাচ্ছে সোহমের ঘনিষ্ঠ সূত্রে।
আরও পড়ুন নেটফ্লিক্সে এবার ‘ধামাকা’! কী বিষ্ফোরণ ঘটাতে চলেছেন কার্তিক আরিয়ান?
তবে শুধু নিজের কেন্দ্রেই নয়, বরাহনগর অঞ্চল থেকে শুরু করে দমদম শ্যামবাজার, কাশীপুর, বেলগাছিয়াসহ একটি বিস্তীর্ণ এলাকায় এর আগে সোহমের সহযোগিতায় হাসিখুশি ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে স্যানিটাইজেশন। পাশাপাশি কোভিড রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা হয়েছে ওই ক্লাবের উদ্যোগে।
এর আগে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে খুলেছিলেন সেফ হোম। শুধু আক্রান্তদের জন্য আইসোলেশন নয়, তাতে রাখা হয়েছে কমিউনিটি কিচেনের ব্যবস্থাl পরাজিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও পাশে দাঁড়িয়েছেন আক্রান্তদের।