নির্বাচন মিটেছে, তবে দায়িত্ব মেটেনি। কখনও কলকাতা আবার কখনও বা চন্ডিপুর, আপাতত এমন করেই দিন কাটছে বিধায়ক সোহম চট্টোপাধ্যায়ের। তবে এরই মধ্যে আজ অর্থাৎ ১৪ জুলাই তাঁর জীবনে একটি বিশেষ দিন। আবেগঘন সোহম। হবেন নাই বা কেন? ছেলে আয়াংশের জন্মদিন আজ। যেদিন আয়াংশ হয় সেদিনে আর বর্তমানের ছবি শেয়ার করে সোহম লেখেন, “এই সেদিন এলি সবচেয়ে দামি উপহার হয়ে। দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আগামী সাত জন্ম তুই আমারই থাক। ভগবান তোর মঙ্গল করুন। শুভ জন্মদিন”। আয়াংশের জন্য শুভেচ্ছা এসেছে নানা দিক থেকেই। বিশেষ দিনে তাঁর জন্য ভালবাসা উজাড় করে দিয়েছেন সকলেই।
রাজনীতির পাশাপাশি সিনেমার দুনিয়া– দু’দিকেই সমান যাতায়াত সোহমের। ১৯৮৮ সালে ‘ছোট বউ’ সিনেমার মাধ্যমে ডেবিউ হয় তাঁর। সে সময় যদিপ তাঁর নাম ছিল ‘মাস্টার বিট্টু’। এরপর দীর্ঘদিন পরিশ্রমের পর বড় হয়েও বড় পর্দায় কাজ করতে শুরু করেন তিনি। হাতে রয়েছে ‘প্রেম আমার’, ‘অমানুষ’-এর মতো হিট। তবে ইন্ডাস্ট্রি বলে, সোহমকে নিয়ে গসিপ নেই, নেই কোনও পরকীয়ার গন্ধও। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখের সংসার তাঁর।