
সৌমিতৃষা কুন্ডু, ‘মিঠাই’ ধারাবাহিক থেকে যাঁর জনপ্রিয়তা তুঙ্গে। টলিউড সুপারস্টার জিৎ থেকে শুরু করে দেব সকলেই চেয়েছেন তাঁর সঙ্গে ছবি করতেন। ধারাবাহিক করার সময় তাঁর ঝুলিতে ছিল ‘বাঘাযতীন’ ছবির প্রস্তাব। তাঁর ঝুলিতে ছিল বুমেরাং ছবির প্রস্তাব। কিন্তু ধারাবাহিকের কাজে নিজেকে একবার জড়িয়ে ফেলেছেন যখন, তখন মাঝপথে কাজ ছেড়ে বেরিয়ে আসার মানুষ নাকি সৌমিতৃষা নন। TV9 বাংলাকে জানিয়েছিলেন তিনি যখন যে কাজটি করেন, তখন সে কাজটিতে নিজেকে ১০০ শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করে থাকেন। ‘মিঠাই’ তাঁর ব্যতিক্রম নয়। তাই সেই সময় ছবি প্রস্তাব ফেরাতে দ্বিধাবোধ করেনি তিনি।
তবে দেব যখন সুযোগ দেবেন বলেছিলেন তখন সে কথা রাখলেন তিনি। ‘বাঘা যতীন’ ছবিতে না হলে কি হবে, তাঁর পরবর্তী ছবি ‘প্রধান’-এ অভিনয় করার সুযোগ পেয়ে গেলেন ‘মিঠাই’। বর্তমানে সেই ‘প্রধান’ ছবি শুটে ব্যস্ত রয়েছেন সৌমিতৃষা। সম্প্রতি টানা ২৫ দিন মতো শুটিং করে ফেললেন উত্তরবঙ্গ থেকে। সেখানেই শুটিংয়ের মাঝে নিজের মতো করে কিছুটা সময়ও কাটাতে দেখা গিয়েছে তাঁকে। কখনও তুলেছেন ছবি কখনও তুলেছেন রিলস, একে একে যা দর্শক দরবারে পেশ করে চলেছেন অভিনেত্রী।
এবার বলিউডে স্টার আইক্যুন শ্রীদেবীর গানে পাহাড় কোলে শাড়ি পরে নেচে নজর কাড়লেন তিনি। চাঁদনি ছবির মিতওয়া গানে কোমর দোলালেন সৌমি। ক্যাপশনে লিখলেন শ্রীদেবী তাঁর আদর্শ। সৌমির নাচ দেখে মুগ্ধ নেট দুনিয়া। এক কথায় স্বর্ণযুগের অভিনেত্রী বলতে ঠিক যেমন ফ্রেমের কথা কল্পনা করে থাকেন দর্শকেরা, ঠিক তেমনই ফ্রেমে ধরা দিলেন তিনি। সৌমির কথায় দেব যখন তাঁর অ্যাকশন দৃশ্যে ব্যস্ত ছিলেন তখন ছুটি পেয়েছিলেন তিনি। আর সেই কয়েকদিনের মধ্যেই তিনি বেশ কিছুটা ছুটি কাটিয়ে নিয়েছিলেন। তখনই তোলা এই রিলস।