Soumitrisha Kundu: ‘আজ শুটিং বাতিল’, ঘুম থেকে না ওঠার শত বাহানা সৌমিতৃষার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 16, 2023 | 1:38 PM

Soumitrisha Kundu: প্রস্তাব গিয়েছিল অভিনেতা জিতের কাছ থেকেও। তবে অন্য প্রজেক্টে যুক্ত থাকার কারণে জিতের প্রস্তাব গ্রহণ করতে পারেনি সৌমিতৃষা। হাসিমুখে পাকা হাতে সমস্তটা সামলাচ্ছে যে অভিনেত্রী, বাস্তব জীবনে কিন্তু একেবারেই মাকে ছাড়া অচল তিনি। একাধিক সাক্ষাৎকারে নিজের বিষয়ে এই কথা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না সৌমিতৃষা।

Soumitrisha Kundu: আজ শুটিং বাতিল, ঘুম থেকে না ওঠার শত বাহানা সৌমিতৃষার

Follow Us

সৌমিতৃষা কুণ্ডু, গত এক বছর ধরেই অভিনেত্রী বেশ চর্চায়। টেলিভিশনে পর্দা থেকে তাঁর অভিনয়ের সফর শুরু। কিন্তু দস্তুর মতো অভিনয় করে তিনি যেভাবে দর্শক মনে জায়গা করে নিয়েছেন, তা এক কথায় বলাই বাহুল্য। আর ঠিক সেই কারণেই দর্শকদের মতো টলিউড বড় বড় স্টারদের পছন্দের তালিকাতেও নাম লিখিয়ে ফেলেছেন তিনি। টলিউডের যাঁরা রাজত্ব করে বেড়াচ্ছেন, তাঁদের মধ্যে অনেক স্টাররা চাইছেন সৌমিতৃষার সঙ্গে একটি ছবি করতে। প্রস্তাব গিয়েছিল অভিনেতা জিতের কাছ থেকেও। তবে অন্য প্রজেক্টে যুক্ত থাকার কারণে জিতের প্রস্তাব গ্রহণ করতে পারেনি সৌমিতৃষা। হাসিমুখে পাকা হাতে সমস্তটা সামলাচ্ছে যে অভিনেত্রী, বাস্তব জীবনে কিন্তু একেবারেই মাকে ছাড়া অচল তিনি। একাধিক সাক্ষাৎকারে নিজের বিষয়ে এই কথা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না সৌমিতৃষা।

একবার ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে জানিয়েছিলেন বাড়ির কোনও কাজই করেন না তিনি। তাঁকে ঘুম থেকে তোলা থেকে শুটিংয়ে পাঠানো, সমস্তটাই তাঁর মায়ের উদ্যোগেই ঘটে থাকে। ঘুমের ঘোরে হাজারো বাহানা কখনও ‘আজ দেরি করে যাব’ কখনও ‘আবার আজকে শুটিং বাতিল হয়ে গেছে’ এমনই জানিয়ে থাকেন মাকে। কিন্তু তা মা মোটেও তা শোনেন না, তিনি সৌমিতৃষাকে তুলিয়ে রেডি করিয়ে যথাসময়ে শুটিংয়ে পাঠান। নয়তো, সুযোগ পেলে দুপুর ১টার আগে কখনও-ই দিন শুরু হয় না অভিনেত্রীর।

তবে এ তো গেলে অতীতের কথা, বর্তমানে তিনি টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। এক বড় প্রজেক্ট এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি, চলছে তাঁর ডাবিং-এর কাজ। পাশাপাশি পুজোয় বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করা ও অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা বলা সবটাই চলছে নিয়মমাফিক। তাই সময় মধ্যে জীবনটাকে বেঁধে ফেলতে এখন অনেকটাই শিখে গিয়েছেন সকলের প্রিয় মিঠাই। মিঠাই তাঁর প্রথম পরিচিতি, তাই এই চরিত্রকে ঝেড়ে ফেলে কখনও-ই এগিয়ে যেতে চান না সৌমিতৃষা। তিনি শুধু চান, মানুষ যেন তাঁকে চরিত্র হিসেবেই চেনেন, এবার নতুন কাজে তিনি যে চরিত্রে প্রকাশ্যে আসবেন সবাই যেন তাঁকে ভালবেসে সেই চরিত্রেই ডাকতে শুরু করেন। তবেই এক অভিনেতা কাজ সার্থক।

Next Article
Tollywood Gossip: দুর্নিবারের পরিবার বাড়ছে, প্রথমা স্ত্রী মীনাক্ষীর পোস্টে কীসের আভাস?
Jeet: আবার বাবা হলেন ‘চেঙ্গিজ়’, সোমবার সকালেই জিতের পরিবারে এল নতুন সদস্য