Exclusive Soumitrisha Kundu: ‘আমি পিছনে ফিরে তাকাতে চাই না’, মিঠাই-সিড চর্চা নিয়ে কী বললেন সৌমিতৃষা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 26, 2023 | 4:05 PM

Tollywood Inside: ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। এখন যে যার মতো এবার নতুন কাজের সন্ধানে। তবে মিঠাই ও সিড জুটির চর্চা যেন শেষ হয়েও হচ্ছে না। নিত্যদিন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে তাঁদের সমীকরণ।

Exclusive Soumitrisha Kundu: আমি পিছনে ফিরে তাকাতে চাই না, মিঠাই-সিড চর্চা নিয়ে কী বললেন সৌমিতৃষা

Follow Us

জয়িতা চন্দ্র

সৌমিতৃষা কুণ্ডু, এই নামে তাঁর যত না পরিচিতি, তার থেকেও বেশি জনপ্রিয় তিনি মিঠাই নামে। এই ধারাবাহিকের হাত ধরেই সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা। মিষ্টি এক চরিত্র মিঠাই। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক ছিল টিআরপির তালিকায় তুঙ্গে। মিঠাই ও তার উচ্ছেবাবুর খুঁনসুটির মুহূর্তগুলো দর্শকদের বেশ নজর কাড়ত। তবে ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। এখন যে যার মতো এবার নতুন কাজের সন্ধানে। তবে মিঠাই ও সিড জুটির চর্চা যেন শেষ হয়েও হচ্ছে না। নিত্যদিন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে তাঁদের সমীকরণ। এই চর্চা নিয়ে অতীতেও নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা, এবারও TV9 বাংলাকে খোলামেলা জবাব দিলেন অভিনেত্রী।

কাজ কেমন চলছে সৌমিতৃষা? 

চলছে, ভালই চলছে। অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। এগুলো নিয়েই রয়েছি।

মিঠাই তাকমা তো রয়েই গেল, এতটা জনপ্রিয়, কী বললে? 

সত্যি তো, মিঠাই দারুণ জনপ্রিয়। মানুষ অনেক ভালবাসা দিয়েছেন আমায় এই চরিত্রের জন্য। ওটা তো আমার শিকড়। অতীতের যা কিছু, সবটার ওপরেই তো নির্ভর করে ভবিষ্যত। ফলে ওটা তো থেকেই যাবে।

সিড-মিঠাই জুটি নিয়ে চর্চাও রয়ে গেল, এখনও ভাইরাল তোমরা…

কী বলব এটা নিয়ে? অতীতে যখন যে প্রশ্ন করেছেন, তাঁকেই এই প্রসঙ্গে উত্তর দিয়েছি। এখন না বড্ড ক্লান্ত লাগে। এবার আমি এই বিষয়টা থেকে সত্যি বেরিয়ে আসতে চাই। সামনে অনেক কাজ, নতুন কাজ, কেন যে মানুষ সেগুলো নিয়ে ভাবে না? একটা জুটি হিট হয়েছে, ভাল তো, আমরা দর্শকদের মন জয় করতে পেড়েছি। এখানেই শেষ বিষয়টা। আমি আর এটাতে ঢুকতে চাই না। আমি এখন আমার আগামীতে যে কাজগুলো রয়েছে, সেগুলো নিয়ে ব্যস্ত। মিঠাই শেষ, এই অধ্যায়টাও শেষ। আমি যদি পুরোনো বিষয়টার মধ্যে আটকে থাকি, তবে আমি এগোব কীভাবে? ওটা হিট, কাজও শেষ। এবার আমি আমার নতুন কাজগুলোতে ফোকাস করতে চাই। আমায় যদি সারাক্ষণ আগের কাজ নিয়ে জবাব দিতে হয়, কথা বলতে হয়, তবে সেটা সত্যি অস্বস্তিকর। আমি বলছি না, আমার আগের কাজটাকে ফেলে আমি এগিয়ে যাচ্ছি, ওই কাজটা আমার কাছে আশীর্বাদ। কিন্তু যে নির্দিষ্ট বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে, এবার এটা বন্ধ হোক। আমি কেন এই নিয়ে কোনও মন্তব্য করব? এই পর্বটা তো শেষ…। আগে তো কখনও কাউকে ফেরাইনি। কিন্তু শেষ হওয়ার পরও কেন এটা চলছে? এটা সত্যি আমার দেখতে ভাল লাগছে না।

ঠিক, তবে তাই হোক। প্রধান ছবির কাজ কবে শুরু হচ্ছে? 

আমি সত্যি চাই সবাই আমায় এই প্রশ্নগুলো করুক, এগুলো নিয়ে আমি কথা বলি। আমার জন্য একটা বড় প্রজেক্ট। অগস্টেই শুরু কাজ।

‘প্রধান’ ছাড়া নতুন কোনও কাজের প্রস্তাব এল? 

একটা মিউজ়িক ভিডিয়োর কথা চলছে, তবে আমি এখনই সেটা করতে চাইছি না। কারণ আমি একটু গ্যাপ (বিরতি) চাইছি। তবে আমি তাঁদের ফেরাইনি। কটাদিন পর করব।

ওটিটি থেকে কাজের প্রস্তাব পেলে করবে? না শুধুই সিনেমা…

পেয়েছি তো। কিন্তু এখনই করছি না। আপাতত সিনেমাতেই থাকতে চাইছি। তারপর দেখা যাক…।

Next Article