Soumitrisha Kundu: পাহাড় কোলে সৌমিতৃষা, এবার কীসের প্রতি প্রেম পেল পর্দার ‘রুমি’র

Soumitrisha Kundu: হাতে দুটো দিন সময় পেতেই কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন একান্তে। সেখানেই এবার এক ক্যাফেতে বেশ কিছুটা সময় কাটালেন তিনি। আর সেখান থেকেই শেয়ার করলেন একগুচ্ছ ছবি শেয়ার। যা দেখা মাত্রই সকলেই রীতিমত মুগ্ধ।

Soumitrisha Kundu: পাহাড় কোলে সৌমিতৃষা, এবার কীসের প্রতি প্রেম পেল পর্দার 'রুমি'র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 4:25 PM

সৌমিতৃষা কুন্ডু। এখন তিনি পাহাড় কোলে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই স্টার প্রতিদিন কিছু না কিছু পোস্ট করে থাকেন তাঁর ভক্তদের জন্য। প্রতিটা মুহূর্তে সকলের নজরে থাকে তাঁর প্রতিটা আপডেট। সম্প্রতি শিলিগুড়িতে একটি ইভেন্ট-এ অংশ নিতে গিয়েছিলেন তিনি। তবে পাহাড় যে ভালবাসে, সে কী পারে শিলিগুড়ি থেকে ফিরে আসতে। সদ্য ছবির কাজ শেষ করেছে। এবার তাঁর কেরিয়ারে প্রথম ছবি মুক্তির পালা। তার প্রচারের কাজে শীঘ্রই ব্যস্ত হয়ে পড়বেন তিনি। তাই হাতে দুটো দিন সময় পেতেই কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন একান্তে। সেখানেই এবার এক ক্যাফেতে বেশ কিছুটা সময় কাটালেন তিনি। আর সেখান থেকেই শেয়ার করলেন একগুচ্ছ ছবি শেয়ার। যা দেখা মাত্রই সকলেই রীতিমত মুগ্ধ। সৌমিতৃষা বরাবরই ফ্যাশন সম্পর্কে সচেতন। তাই তাঁর পোশাক বেশ ট্রেন্ডি। এবার কো-অর্ডে সাজলেন তিনি। সেই ছবি শেয়ার করেই তাঁর কো-অর্ড পোশাকের প্রতি ভালবাসার কথা জানালেন।

সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট মুহূর্তে লাইক, কমেন্টে ভরে ওঠে। এখন তাঁর ঝুলিতে একগুচ্ছ ছবি। সুপারস্টারদের পছন্দের তালিকায় তিনি এখন অন্যতম। তবে সৌমিতৃষার লক্ষ্যে এখন তাঁর প্রথম ছবি। তিনি এখন পর্দার রুমি হয়ে উঠতে মরিয়া। সৌমিতৃষা কুণ্ডু, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল কাজের সুযোগ তাঁর ঝুলিতে। সবাই তাঁর একাগ্রতা ও নিষ্ঠার ফল। যে চরিত্রই তিনি হাতে পান, সেই চরিত্রেই নিজের একশো শতাংশ উজার করে দেন। মিঠাই তেমনই এক চরিত্র। যার মাধ্যমে সৌমিতৃতা রাতারাতি সকলের মনের কোণে জায়গা করে নিয়েছিলেন। এবার তবে বড়পর্দার পালা। এখন তিনি সুপারস্টারের বিপরীতে কাজ করছেন। ছবির কাজ শেষ। শীঘ্রই শুরু হবে ছবির প্রচার। কারণ বড়দিনে মুক্তি পেতে চলবছে সৌমিতৃষার প্রথম ছবি, তেমনই খবর এখন টলিপাড়া কান পাতলে শোনা যাচ্ছে। প্রথম ছবি নিয়ে তাই এখন বেজা উৎসাহী তিনি।