টলিউডে সদ্য পা রেখেছেন সৌমিতৃষা কুণ্ডু। একাধিক ধারাবাহিকে কাজ করলেও মিঠাই ধারাবাহিকে পাল্টে যায় তাঁর ভাগ্য। একের পর এক ছবির কাজের প্রস্তাব আসতে থাকে তারপর থেকেই। ধারাবাহিকে কাজ করার সূত্রে বেশ কিছু ছবির প্রস্তাব তাঁকে ফেরাতেও হয়েছিল। কিন্তু ধারাবাহিক শেষ হতেই প্রথম ছবির কাজে হাত দিলেন, কাজ শুরু করেন সৌমিতৃষা। ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবির প্রতিটা খবর। দীর্ঘদিন চলেছিল উত্তর বঙ্গে ছবির কাজ। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি। শেষ বেলায় এবার বড়মার কাছে পৌঁছে গেলেন সৌমিতৃষা। সেখানেই হল যজ্ঞ, বড় করে পুজো বসে গেল সেখানে। সৌমিতৃষা সেই ছবি শেয়ার করে লিখলেন, আজকে নৈহাটীর বড়মার কাছে আমাদের প্রধান ছবির জন্যে হোম করা হল! … মায়ের ডাক এলে তবেই যে আসা যায় !
সৌমিতৃষা কুণ্ডু বরাবরই দর্শকদের নজরে বেশ পছন্দের। এখন তাঁর লক্ষ্য রুমি। নিজের প্রথম ছবি নিয়ে ভীষণ আশাবাদী সৌমি। যদিও একটা কথা স্পষ্ট করে দিতে দুইবার ভাবলেন না যে বড়পর্দায় চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ একটাই, যে সুযোগটা ছোটপর্দার ক্ষেত্রে পাওয়া যায়, আড়াই বছর ধরে একটা চরিত্রকে দর্শক মনে তুলে ধরা যায়, সেটা মাত্র আড়াই ঘণ্টাতেই শেষ করতে হয় ছবির ক্ষেত্রে। ফলে সেখানে প্রতিটা ফ্রেম ভীষণ যত্নের। সৌমির কথায়, যে অভিনেতার বিপরীতে তিনি প্রথম ছবি করছেন, তাঁর ফ্যানগার্ল তিনি। শুধু তাই নয়, যে টিম তিনি তাঁর প্রথম ছবির ক্ষেত্রে পেলেন, তা এক কথায় বলতে গেলে লাইফটাইম অ্যাচিভমেন্টের মতো। কারণ তিনি প্রতিটা মানুষের থেকে কিছু না কিছু শিখেছেন। সৌমিতৃষার কথায়, তিনি সব সময় লক্ষ্য করেন, কোন অভিনেতার বিশেষত্ব কী, তিনি নিজে সেটা মেনে চলার চেষ্টা করেন।