Soumitrisha Kundu: কাজের ফাঁকে একটু ছুটির মেজাজ, কোথায় হারালেন সৌমিতৃষা

Bengali Actress: যদিও এখনও দর্শকেরা তাঁকে দেখলে মিঠাই বলেই অধিকাংশ সময় ডেকে থাকেন। সৌমিতৃষার কাছে এখন এটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই পরবর্তী ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে চলে এসেছে। তবে যতদিন না প্রথম ছবি মুক্তি পাচ্ছে, তাঁর কথায়, তিনি পরবর্তী ছবি নিয়ে কোনও মন্তব্যই করবেন না। যথা সময় সবাই সবটা জানতে পারবেন বলেই দাবি করেন।

Soumitrisha Kundu: কাজের ফাঁকে একটু ছুটির মেজাজ, কোথায় হারালেন সৌমিতৃষা
কাকে খোঁচা সৌমিতৃষার?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 6:12 PM

সৌমিতৃষা কুণ্ডু, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল কাজের সুযোগ তাঁর ঝুলিতে। সবাই তাঁর একাগ্রতা ও নিষ্ঠার ফল। যে চরিত্রই তিনি হাতে পান, সেই চরিত্রেই নিজের একশো শতাংশ উজার করে দেন। মিঠাই তেমনই এক চরিত্র। যার মাধ্যমে সৌমিতৃতা রাতারাতি সকলের মনের কোণে জায়গা করে নিয়েছিলেন। এবার তবে বড়পর্দার পালা। এখন তিনি সুপারস্টারের বিপরীতে কাজ করছেন। ছবির কাজ শেষ। শীঘ্রই শুরু হবে ছবির প্রচার। কারণ বড়দিনে মুক্তি পেতে চলবছে সৌমিতৃষার প্রথম ছবি, তেমনই খবর এখন টলিপাড়া কান পাতলে শোনা যাচ্ছে। প্রথম ছবি নিয়ে তাই এখন বেজা উৎসাহী তিনি। নিজের একশো শতাংশ উজার করে দিয়েছেন তিনি এই চরিত্রের জন্য, দর্শকদের বারবার জানিয়েছেন, তিনি রুমি হয়ে ওঠার জন্য নিজেকে অনেকটা সময় দিয়েছেন। মিঠাই তাঁর অতীত। এখন সৌমিতৃষা চান দর্শকেরা তাঁকে একইভাবে রুমে লুকে গ্রহণ করুক।

যদিও এখনও দর্শকেরা তাঁকে দেখলে মিঠাই বলেই অধিকাংশ সময় ডেকে থাকেন। সৌমিতৃষার কাছে এখন এটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই পরবর্তী ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে চলে এসেছে। তবে যতদিন না প্রথম ছবি মুক্তি পাচ্ছে, তাঁর কথায়, তিনি পরবর্তী ছবি নিয়ে কোনও মন্তব্যই করবেন না। যথা সময় সবাই সবটা জানতে পারবেন বলেই দাবি করেন। তবে এই ব্যস্তার মাঝেই খানিকটা ছুটি কাটিয়ে নেওয়ার পালা। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছেন তিনি। সোশ্যাল মিডিযায় শেয়ার করলেন একাধিক ছবি। সৌমিতৃষার পাহাড় লুক দেখে মুগ্ধ সকলেই। কিছুদিন আগেই উত্তরবঙ্গ থেকে শুট করে ফিরেছেন তিনি। তবে পাহাড় সৌমির খুব পছন্দের ডেস্টিনেশন। তাই সুযোগ বুঝে কিছুটা সময় একা কাটাতে বেড়িয়ে পড়লেন অভিনেত্রী।