Tolly Gossip: নিয়ন আলোয় ঘেরা মুম্বইয়ের নিশিঠেকে মধ্যরাতে শ্রাবন্তী, রইল ভিডিয়ো

Tolly Gossip: মধ্যরাতে নিয়ন আলোয় ঘেরা মুম্বইয়ের নিশীঠেকে আচমকা হাজির শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর সহকারি। নিশিঠেকে রাত পার্টিতে মেতে উঠলেন টলিউডের প্রথম সারির এই নায়িকা। সেখান থেকেই একগুচ্ছ ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। পরেছিলেন কালো পোশাক, সঙ্গে ছিল পানীয়ের গ্লাস। আরব সাগরের তীরের মায়া নগরী মুম্বইয়ে এই মুহূর্তে বেশ কিছু দিন থাকবেন শ্রাবন্তী। কিন্তু 'স্যাটারডে নাইটে' একটু আনন্দ করবেন না তা কী করে হয়?

Tolly Gossip: নিয়ন আলোয় ঘেরা মুম্বইয়ের নিশিঠেকে মধ্যরাতে শ্রাবন্তী, রইল ভিডিয়ো
শ্রাবন্তী

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2023 | 6:44 PM

মধ্যরাতে নিয়ন আলোয় ঘেরা মুম্বইয়ের নিশীঠেকে আচমকা হাজির শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর সহকারি। নিশিঠেকে রাত পার্টিতে মেতে উঠলেন টলিউডের প্রথম সারির এই নায়িকা। সেখান থেকেই একগুচ্ছ ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। পরেছিলেন কালো পোশাক, সঙ্গে ছিল পানীয়ের গ্লাস। আরব সাগরের তীরের মায়া নগরী মুম্বইয়ে এই মুহূর্তে বেশ কিছু দিন থাকবেন শ্রাবন্তী। কিন্তু ‘স্যাটারডে নাইটে’ একটু আনন্দ করবেন না তা কী করে হয়?

তাই কাজ মিটিয়েই শনিবার মধ্যরাত থেকে শুরু হলো পার্টি। সব মিলিয়ে মুম্বই ডায়েরি যে ভালভাবে উপভোগ করছেন শ্রাবন্তী সে ধারনা করাই যায়। এই মুহূর্তে বেশ ব্যস্ত তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি বড় বড় প্রজেক্ট এর মধ্যে উল্লেখযোগ্য হল বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে পরিচালক শুভ্রজিৎ মৈত্রের ছবি ‘দেবী চৌধুরানী’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এটি একটি প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন পরিচালক। হাই বাজেট ছবি, দরকার দীর্ঘ প্ল্যানিং। সেই মতোই শ্রাবন্তী ও কিন্তু থেমে নেই। ছবির জন্য শিখেছেন ঘোড়ায় চড়া থেকে শুরু করে অসি-চালনা ও কালারিপাট্টুর মতো নানা ধরনের মার্শাল আর্ট। মুম্বই থেকে ফিরে এসে তিনি যাবেন আগরতলা। তারপরেই কলকাতায় ফিরে ব্যস্ত হয়ে পড়বেন ওই ছবির প্রস্তুতি নিয়ে।

কিছু মাস আগেই জিতু কামালের সঙ্গে পরপর দুটি ছবির জন্য তিনি উড়ে গিয়েছিলেন লন্ডন। সেখানে ছবির কাজ মিটিয়ে ফিরেও এসেছিলেন কিছুদিনের মধ্যে। সবমিলিয়ে কর্মব্যস্ততায় দিন কাটছে তাঁর। তবে এরই মধ্যে নিজের জন্য খানিকটা সময় বের করে নেওয়া এক কথায় প্রাপ্তিযোগ তাই কাজের জন্য মুম্বই গেলেও কখনও আরব সাগরের তীরে নিজের ছবি অথবা নিশিঠেক থেকে উপভোগের ছবি পোস্ট করে নিজের প্রত্যেকদিনের হাল-হকিকতের খবর তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।