Shrabanti Chatterjee: পেশাগত চাপ! ‘বন্ধু’ শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে কী বললেন রুদ্রনীল?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 11, 2021 | 9:03 PM

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির প্রতি একাধিক অভিযোগ এনে শ্রাবন্তী লেখেন, রাজ্যের জন্য কিছু করার কোনও উদ্যোগ নেই বিজেপির। সেই কারণেই দল ছাড়লেন তিনি।

Shrabanti Chatterjee: পেশাগত চাপ! বন্ধু শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে কী বললেন রুদ্রনীল?
শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে কী বললেন রুদ্রনীল?

Follow Us

বিধানসভা নির্বাচনের আগে অনেকেই যোগ দিয়েছিলেন বিজেপিতে (BJP)। কেউ দলবদল করেছিলেন, কেউ আবার রাজনীতির নতুন মুখ হিসেবে এসেছিলেন গেরুয়া শিবিরে। ভোটের পর তাঁদের মধ্যে অনেকেই দল ছেড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও এক নাম, তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফেসবুক ও টুইটারে বঙ্গে বিজেপির গতিবিধির উপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী। তাঁর এই দল ছাড়ায় টিভিনাইন বাংলার কাছে মুখ খুললেন বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেওয়া আরও এক তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। বন্ধু শ্রাবন্তীর দলত্যাগ নিয়ে টিভিনাইন বাংলাকে কী প্রতিক্রিয়া তাঁর?

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির প্রতি একাধিক অভিযোগ এনে শ্রাবন্তী লেখেন, রাজ্যের জন্য কিছু করার কোনও উদ্যোগ নেই বিজেপির। সেই কারণেই দল ছাড়লেন তিনি। এ প্রসঙ্গে রুদ্রনীলের বক্তব্য, “‘শ্রাবন্তী আমার বন্ধু, সহকর্মী। যে কোনও রাজনৈতিক দলের যে কোনও সদস্য যে কোনও কারণেই যদি দল না করতে পারেন তা দুঃখজনক। আমরা যেমন ছাত্রজীবন থেকে মাঠে নেমে রাজনীতি করেছি ও সেটা করে নি। ক্ষমতায় না থেকে রাজনীতি করতে গেলে যা যা অসুবিধের মধ্যে পড়তে হয় অথবা মানিয়ে নিতে হয় সেই অভিজ্ঞতাও শ্রাবন্তীর নেই।”

রুদ্রনীল যোগ করেন, “অন্য রাজনৈতিক দল যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তাদেরকে দেখে এমনটাই হয়তো ওঁর ধারণা হতে পারে এমনটাই তো হওয়া বা থাকা উচিত ছিল। সেই কথাই হয়তো উনি বলতে চেয়েছেন। রাজনীতি বিরাট গভীরতা নিয়ে ও কিছু বলবে এমনটা নয়।”

প্রসঙ্গত, ২১-এর বিধানসভা নির্বাচনের আগেও শ্রাবন্তী পরিচিত ছিলেন তৃণমূল সরকারের ঘনিষ্ঠ হিসেবে। নির্বাচনের আগে ঘটা করে বিজেপিতে যোগ দেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থীও হন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন অভিনেত্রী। নির্বাচনে ৫০ হাজার ভোটে হেরে যান শ্রাবন্তী। ভোটের পর থেকেই আর রাজনৈতিক ক্ষেত্রে তেমন সক্রিয় হতে দেখেনি অভিনেত্রীকে। ভোটের সময় তৃণমূল বিধায়ক মদন মিত্রর ডাকে সাড়া দিয়ে বসন্ত উৎসবে ‘খেলা হবে’র সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্কও।

এতো কিছুর মধ্যেও যদিও আশাবাদী রুদ্রনীল। শ্রাবন্তীর তাঁর সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আবারও ভাবতে পারেন বলেও জানাচ্ছেন তিনি। রুদ্রনীল বলেন, “পরবর্তীতে পরিবেশ যদি ও ওর মতো করে দেখতে পায় তাহলে নিশ্চয়ই ও রি-থিংক করবে।”

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, থেকে পায়েল সরকার… নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া এই সব তারকা প্রার্থীর ভোট পর্ব মেটার কিছু মাসের মধ্যেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত কি বিধানসভা নির্বাচনে বিজেপির খারাপ ফল? রুদ্রনীলের বক্তব্য, “কোথাও একটা চাপ কাজ করছে। সবাই হয়তো মুখ ফুটে বলতে পারছে না। পেশাগত চাপ সৃষ্টি হচ্ছে। ” যদিও ‘বন্ধু’ শ্রাবন্তীর ক্ষেত্রে তেমনটা কাজ করছে কিনা তা তিনি জানেন না বলেই দাবি করেছেন।

 

Next Article