Srabanti Chatterjee: গোলাপি সুইমস্যুটে জলকেলি শ্রাবন্তীর, চোখ ধাঁধানো ছবিগুলি দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 29, 2023 | 7:39 PM

Srabanti Chatterjee: কিছু দিন আগেই থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন ছেলে ঝিনুক। ফিরে এসেছেন ঠিকই, তবে ঘোরার ঘোর কাটছে না কিছুতেই। এবার শেয়ার করলেন একগুচ্ছ ছবি, যে ছবি দেখলে অবাক হবেনই। সুইমস্যুটে শ্রাবন্তী, গোলাপি পোশাকে তিনি উজ্জ্বল।

Srabanti Chatterjee: গোলাপি সুইমস্যুটে জলকেলি শ্রাবন্তীর, চোখ ধাঁধানো ছবিগুলি দেখেছেন?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Follow Us

কিছু দিন আগেই থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন ছেলে ঝিনুক। ফিরে এসেছেন ঠিকই, তবে ঘোরার ঘোর কাটছে না কিছুতেই। এবার শেয়ার করলেন একগুচ্ছ ছবি, যে ছবি দেখলে অবাক হবেনই। সুইমস্যুটে শ্রাবন্তী, গোলাপি পোশাকে তিনি উজ্জ্বল। সুইমিংপুলে একান্ত অবসরযাপন করছেন তিনি। তার সেই অবসর যাপনের সাক্ষী দূরের সারি দেওয়া নীল পাহাড়, এক বন সবুজ আর তিনি নিজে। শ্রাবন্তী লিখেছেন, “ছুটি আদপে নুজের মধ্যেকার এক যাত্রা।” ছবি দেখে প্রশংসাও এসেছে বিস্তর। নায়িকার রূপ দেখে এক ভক্ত লিখেছেন, “এত সুন্দর, এত ব্যক্তিত্বময়ী। কী যে ভাল দেখাচ্ছে।” না, স্যুইমস্যুটে ছবি দিয়ে মোটেও ট্রোল্ড হতে দেখা যায়নি তাঁকে। বরং তাঁর আগুনে রূপ দেখে ইতিবাচক মন্তব্যই পেয়েছেন নায়িকা।

নায়িকার থাইল্যান্ড ট্রিপে শুধু যে ছেলে ঝিনুক ছিলেন এমনটা কিন্তু নয়, ছবি দেখে নেটিজেনদের ধারণা সঙ্গে ছিলেন ছেলের প্রেমিকা দামিনীও। কিছু দিন আগেই ছেলের প্রেমিকার জন্মদিন গিয়েছে। তাঁকে শুভেচ্ছা জানাতে একসঙ্গে তাইল্যান্ডের এক ছবিও পোস্ট করেছিলেন তিনি। ছেলে বা তাঁর প্রেমিকার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। খুব অল্প বয়সে নায়িকা মা হয়েছেন। ছেলের সঙ্গে বয়সের ফারাক খুব একটা বেশি না হওয়ায় ছেলে তাঁর বন্ধুসম। সম্প্রতি লিভ-ইন টপিক নিয়ে জিতু কামালের সঙ্গে এক ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। টিভিনাইন বাংলার তরফে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ছেলের লিভইনে তাঁর আপত্তি আছে কিনা? উত্তরে শ্রাবন্তী বলেছিলেন, ” একেবারেই মেনে নেব, আমার কোনও আপত্তি নেই। কোনও ব্যাপারই না। যে যেটাতে ভাল থাকে, সেটাই করা উচিৎ। কারণ দিনের শেষে জীবন তো একটাই।”

Next Article