
সুইমিং পুলের নীল জল দৃশ্যমান। খোকা চুল, আর হলদে বিকিনিতে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁকে দেখে হতবাক ভক্তরা। বোল্ড লুক আর তীক্ষ্ণ চাহনিতে ঘায়েল সকলেই। শুধু কি সাধারণ? তাঁকে দেখে বাকরুদ্ধ সতীর্থরাও। মিমি চক্রবর্তী আখ্যা দিয়েছেন ‘মামনি’। ওদিকে সৌমিতৃষা লিখছেন, “ইনস্টাগ্রাম জ্বলে যাবে।” শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মৌনি রায় সকলেরই একই মন্তব্য, “ভীষণ হট’।
কিছু বছর আগেও বিকিনিতে সচরাচর দেখা যেত না টলিপাড়ার নায়িকাদের। তবে দিন বদলেছে। টলিপাড়ার নায়িকারাও নিজেদের ভাঙছেন প্রতিনিয়ত। পোশাক নিয়ে ছ্যুৎমার্গ এখন আর নেই। সে প্রমাণ যেন দিলেন শ্রাবন্তী। সমালোচনা হয়েছে ঠিকই। তবে তিনি যে নিজের শর্তে বাঁচেন। কিছু দিন আগেই টিভিনাইন বাংলার এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “কারও জন্য নিজেকে বদলাতে পারব না। আমি যেমন আমি তেমন। আমি আমার মতো।” এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তিনি। সেখানেই জিতু কামালের সঙ্গে শুটিং চলছে তাঁর। সেই ছবির নামও ‘আমি আমার মতো’। পাইপলাইনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। সব মিলিয়ে বেজায় ব্যস্ত তিনি।