Srabanti Chatterjee: ডায়েট ভুলে এত খাবার, শ্রাবন্তীর খাওয়া দেখে সাবধান করল নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 04, 2023 | 7:19 PM

Tollywood Gossip: যে ছবি তিনি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই সক্রিয়। এবারও তার ব্যতিক্রম হল না। ট্রিপ থেকে একগুচ্ছ ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দিলেন।

Srabanti Chatterjee: ডায়েট ভুলে এত খাবার, শ্রাবন্তীর খাওয়া দেখে সাবধান করল নেটপাড়া

Follow Us

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের এখন তিনি বেশ ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ছবির অফার এখন তাঁর ঝুলিতে। এখন তিনি ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে। যার মধ্যে অন্যতম হল তাঁর আগামী ছবি দেবী চৌধুরানি। এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাঁর লুক প্রকাশ্যে আসা মাত্রই সকলেই প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই শরীর কিংবা ফ্যাশন সম্পর্কে সচেতন। সব সেলেবরাই মূলত ডায়েট মেনেই চলেন। শ্রাবন্তী তার ব্যতিক্রম নন। কিন্তু কোথাও গিয়ে যেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই ডায়েট ভুলেই ঝাঁপিয়ে পড়লেন প্রিয় পছন্দসই খাবারে। যে ছবি তিনি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই সক্রিয়। এবারও তার ব্যতিক্রম হল না। ট্রিপ থেকে একগুচ্ছ ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দিলেন।

আর সেখানেই তাঁর খাওয়ার ছবি দেখে ভক্তদের চক্ষু চড়ক গাছ। কেউ যেন নিজের চোখকে বিশ্বাস করতেই পারলেন না। ঝড়ের গতিতে তা নেটিজ়েনদের হাতে ভাইরাল হল। না, কোনও নির্দিষ্ট ডায়েট নয়, সামনে থরে থরে সাজানো রয়েছে খাবার। যা সবটাই চিট ডে-র তালিকাতে পরে। শ্রাবন্তীর সেই মুহূর্তটা যে ঠিক কতটা আনন্দের ছিল, তা তাঁর চোখে মুখে স্পষ্ট ফুঁটে ওঠে। সকলেই তা দেখা মাত্রই বুঝে গিয়েছিলেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেড়াতে যেতে যে বেশ পছন্দ করেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই মাঝে মধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ায় তেমনই ছবি জায়গা করে নেয়। এবার তাঁর কাণ্ড দেখে রীতিমত অবাক নেট পাড়া। দিয়ে বসলেন উপদেশ, কেউ বললেন, এ কী করছেন? কেউ বললেন, সাবধানে, এত খাবার খাবেন না। যদিও ছুটির মুডে এত হিসেব মেনে চলা কি সত্যি সম্ভব? তাই শ্রাবন্তীও সব ভুলে গা ভাসালেন ভ্যাকেশন ট্রিপে।