Tolly Gossip: ছেলের প্রেমিকার জন্মদিনে করলেন এই কাজ! ‘ভাল শাশুড়ি’র তকমা জুটল শ্রাবন্তীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 26, 2023 | 8:06 PM

Tolly Gossip: এই মুহূর্তে কলকাতায় নেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি গিয়েছেন বিদেশে। পুজোর শেষ হওয়ার আগেই নায়িকা গিয়েছেন থাইল্যান্ড। সঙ্গে রয়েছে তাঁর ছেলে ঝিনুকও। তবে শুধু কি ছেলেই? সূত্র জানাচ্ছে না, সঙ্গে রয়েছে আরও একজন। তিনি আর কেউ নন, শ্রাবন্তীর হবু বৌমা অর্থাৎ ছেলের প্রেমিকা দামিনী ঘোষ।

Tolly Gossip: ছেলের প্রেমিকার জন্মদিনে করলেন এই কাজ! ভাল শাশুড়ির তকমা জুটল শ্রাবন্তীর
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Follow Us

এই মুহূর্তে কলকাতায় নেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি গিয়েছেন বিদেশে। পুজোর শেষ হওয়ার আগেই নায়িকা গিয়েছেন থাইল্যান্ড। সঙ্গে রয়েছে তাঁর ছেলে ঝিনুকও। তবে শুধু কি ছেলেই? সূত্র জানাচ্ছে না, সঙ্গে রয়েছে আরও একজন। তিনি আর কেউ নন, শ্রাবন্তীর হবু বৌমা অর্থাৎ ছেলের প্রেমিকা দামিনী ঘোষ। আজ অর্থাৎ বৃহস্পতিবার জন্মদিন দামিনীর। তাইল্যান্ডের চাং ফুয়াক ফারম থেকে দামিনীর সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। একাধারে নিজেরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ওদিকে দামিনীও নীল জল আর বালিকে সাক্ষী রেখে সাগর আলিঙ্গনের বেশ কিছু মায়াবী ছবি ছড়িয়ে দিয়েছেন তাঁর সামাজিক মাধ্যমে।  শ্রাবন্তী ‘কুল’ মম। ছেলের সঙ্গে বয়সের ফারাক খুব একটা বেশি না হওয়ায় প্রথম থেকেই ঝিনুকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। ছেলের প্রেম, সম্পর্ক এই সব কিছু নিয়েই বরাবরই বেশ অকপট নায়িকা। ছেলের প্রেমিকার সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে তাঁর। অতীতেও একসঙ্গে ঘুরতে গিয়েছেন তাঁরা। এবারেও এই মিনি ট্রিপ। আগামীকালই যদিও ফিরে আসছেন শ্রাবন্তী। এসে রয়েছে টানা শিডিউল। সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই তাঁর। ছেলে ও তাঁর প্রেমিকা নিয়ে বাইরে গিয়েছেন, মিশছেন বন্ধুর মতো… এ দেখে নেটিজেনদর একটা বড় অংশ তাঁকে তকমা দিয়েছেন, ‘ভাল শাশুড়ি’রও। তাঁদের মতে সম্পর্ক তো এমনই হওয়া উচিৎ– সহজ, সরল, নির্ভেজাল।

সম্প্রতি লিভ-ইন টপিক নিয়ে জিতু কামালের সঙ্গে এক ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। টিভিনাইন বাংলার তরফে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি তিনি জানতে পারেন তাঁর ছেলে লিভ ইন করছে, তবে কী প্রতিক্রিয়া হবে তাঁর? উত্তরে শ্রাবন্তী বলেছিলেন, “একেবারেই মেনে নেব, আমার কোনও আপত্তি নেই। কোনও ব্যাপারই না। যে যেটাতে ভাল থাকে, সেটাই করা উচিৎ। কারণ দিনের শেষে জীবন তো একটাই।” মেনে তিনি নিয়েছেনও। কেরিয়ারই তাঁর ফোকাস। প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে বলে মনে করেন তিনি।

Next Article