‘আমরা কি এই স্বাধীনতার যোগ্য?’ বিশেষ দিনে প্রশ্ন শ্রীলেখার

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 15, 2021 | 3:17 PM

Sreelekha Mitra: শ্রীলেখার প্রশ্ন অনুরাগীদের কাছে। হয়তো এ প্রশ্ন তাঁর নিজের কাছে। এ প্রশ্ন সমাজের কাছে রাখলেন তিনি।

‘আমরা কি এই স্বাধীনতার যোগ্য?’ বিশেষ দিনে প্রশ্ন শ্রীলেখার
শ্রীলেখা মিত্র।

Follow Us

৭৫তম স্বাধীনতা দিবস। সারা দেশে পালিত হচ্ছে এই দিনটি। প্যানডেমিকের কারণে বেশিরভাগ মানুষই গৃহবন্দি। স্কুল, কলেজ বন্ধ। ফলে একে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য ভার্চুয়াল দুনিয়াকেই বেছে নিয়েছেন অধিকাংশ মানুষ। কারও হাতে জাতীয় পতাকা, কারও বা পোশাকে পতাকার তিন রং। সেলেবরাও ব্যতিক্রম নন। নিজেদের মতো করে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। কিন্তু এই আবহে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শ্রীলেখার প্রশ্ন অনুরাগীদের কাছে। হয়তো এ প্রশ্ন তাঁর নিজের কাছে। এ প্রশ্ন সমাজের কাছে রাখলেন তিনি। শ্রীলেখা বললেন, ‘৭৫তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, সারা দেশে, সারা রাজ্যে। আমরা কি এই স্বাধীনতার যোগ্য? আমার আপনার বাড়ি থেকে ছোট ছোট ছেলেমেয়েরা প্রাণ উৎসর্গ করেছিল নিজের কথা না ভেবে, দেশের কথা ভেবেছিল। আজ কি আমরা তাদের সেই যোগ্য সম্মান জানাতে পারছি?’

আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা। আসন্ন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল তিনি ব্যস্ত তিনি। এর আগে এ বিষয়ে TV9 বাংলাকে অভিনেত্রী বলেন, “আগামী ১৭ তারিখ আমি বেরিয়ে যাচ্ছি। সুইৎজারল্যান্ডে ১৪ দিন থাকব, কোয়ারেন্টাইনে। তারপর ভেনিসে যাব। আমার রেড কার্পেট লুক তৈরি হচ্ছে। সেটার ট্রায়াল দেব। সিল্ক, মসলিন, অপশন ক্যারি করব। দিনে আর রাতে পরার জন্য। তবে শাড়ি পরেই রেড কার্পেটে যাব। কোন শাড়ি সেটা ক্রমশ প্রকাশ্য।”

কখনও ট্রোলিংয়ের জবাব দিচ্ছেন নিজস্ব ভঙ্গিতে। ‘নির্ভয়া’র ডাবিং করছেন। নিজের প্রথম ছবি ‘বিটার হাফ’-এর কাজ শেষ করছেন। কখনও বা রাস্তার কুকুর দত্তক নিলে কফি ডেটে যাচ্ছেন। কখনও আবার ব্যস্ত থাকছেন শুটিংয়ে। এরই মধ্যে পরবর্তী ছবির পরিচালনার জন্যও তৈরি হচ্ছেন। সব মিলিয়ে কাজের মধ্যে থাকতে চান অভিনেত্রী।

শ্রীলেখার জীবনে স্ট্রাগলও কম নয়। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলেন তিনি। বহুবার ট্রোলিং সামলাতে হয়েছে। কিন্তু কোনও কিছুতেই ভেঙে পড়া তাঁর স্বভাব নয়। বরং পজিটিভ থাকতে ভালবাসেন। অনুরাগীদেরও সেই পজিটিভ থাকার বার্তাই দেন। প্রতিটি কাজে নিজেকে নতুন করে ভাঙেন। নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। নিজের পারফরম্যান্স কী ভাবে আরও ভাল করা যায়, তার নিরন্তর প্রয়াস থাকে শ্রীলেখার। এমন দিনে এ হেন প্রশ্ন করায় হয়তো বাঁকা চোখে তাঁর দিকে তাকাবেন অনেকে। কিন্তু তাতে নিজের মত প্রকাশ করতে পিছ পা হবেন না শ্রীলেখা।

আরও পড়ুন, ‘শুভ জন্মদিন রাজি, তোমাকে মিস করছি…’, বললেন মন্দিরা

আরও পড়ুন, ৭৫তম স্বাধীনতা দিবস, কী ভাবে শুভেচ্ছা জানালেন বলি সেলেবরা?

Next Article