আচমকাই চলে গেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বাবা সন্তোষ মিত্র। কয়েকদিন কেটেছে বটে, কিন্তু বাবার অনুপস্থিতি এখনও মেনে নিতে পারছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় বারবার শেয়ার করছেন বাবার স্মৃতি বিজরিত ছবি বা ভিডিয়ো। সেখানে তাঁর হাহাকার স্পষ্ট।
কয়েক বছর আগে শ্রীলেখার সঙ্গেই টেলিভিশনের একটি শোয়ে গিয়েছিলেন তাঁর বাবা। সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশন শ্রীলেখা লিখেছেন, ‘আমার বাবা ঋজু এবং সৎ। মাথা উঁচু করে চলার সাজ জুগিয়েছেন। যে কোনও পরিস্থিতিতে অকপট, ভনিতা বিহীন, আবেগপ্রবণ বাবাটা আমার, আর সান্ত্বনা দিও না তোমরা, দিতে দিতে টায়ার্ড হয়ে যাবে, আমি বুঝবো না, মানব না। আমি যে কী হারালাম…।’
ফেসবুকে বাবার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছে শ্রীলেখা গতকাল ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ… বাবা, যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই, আমার ভাল কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মরে গেল… এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কী সেটা আমরা দুজনেই শুধু জানি। বাবাগো তোমার সাথে কথা হয়েছিল তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো, সেটা এমনি এমনি না, আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, না হলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না, এইভাবে কষ্টে থাকবো তুমি দেখবে, আমায় প্রুফ দাও…।’
মাকে কয়েক বছর আগেই হারিয়েছিলেন শ্রীলেখা। এ বার চলে গেলেন বাবাও। কার্যত একা হয়ে পড়লেন তিনি। মা, বাবার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার আইডল আমার মা, বাবা, আমার সব কিছু, আমি হারিয়ে ফেললাম।’ কখনও বা বাবার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে শ্রীলেখার আকুতি, ‘আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা, আমি তো পারছি না বাবা, আমায় নিয়ে যাও।’
মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন। গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। কোনও পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।
সদ্য ভেনিস চলচ্চিত্র উৎসবে কাটিয়ে প্রায় এক মাস পরে ভারতে ফিরেছিলেন শ্রীলেখা। আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা। এই ছবির জন্য বিদেশের মাটিতে দাঁড়িয়ে সম্পূর্ণ অচেনা মানুষদের কাছ থেকে প্রশংসা পেয়ে আপ্লুত ছিলেন শ্রীলেখা। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। উৎসব প্রাঙ্গনে ঘুরে ঘুরে প্রচুর সেলফি তুলেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা শেয়ারও করে দিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও বা সঙ্গে পেয়ে গিয়েছেন ইতালিয়ান অভিনেত্রী মিরিয়ামকে। রেড কার্পেটের অসাধারণ অভিজ্ঞতার কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল ওয়ালে। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর এই সাফল্যে গর্বিত বাংলার দর্শক। মেয়ের এই সাফল্যে গর্বিত ছিলেন তাঁর বাবাও। আচমকা তাঁর চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না অভিনেত্রী।
আরও পড়ুন, Bhaswar Chatterjee: গান গেয়ে এক বিশেষ মানুষকে জন্মদিনের শ্রদ্ধা জানালেন ভাস্বর