বয়স কত? শ্রীলেখার উত্তর, ‘এজ নো বার, কাস্ট নো বার, আর ….’

Sreelekha Mitra: নায়িকারা নাকি বয়স বলেন না। এই চিরাচরিত ধারণাকে কিছু বদলে দিয়েছেন শ্রীলেখা।

বয়স কত? শ্রীলেখার উত্তর, ‘এজ নো বার, কাস্ট নো বার, আর ....’
শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 12:26 PM

আপনার বয়স কত? আপনার সৌন্দর্যের সিক্রেট কী? ঠিক এই প্রশ্নই শ্রীলেখা মিত্রকে করেছেন তাঁর এক অনুরাগী। দিন কয়েক ধরেই অনুরাগীদের প্রশ্নের উত্তর সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন শ্রীলেখা। তাঁর শর্ত মেনে নিয়েছেন বলে এক অনুরাগী সঙ্গে ডেটে যেতেও রাজি হয়ে গিয়েছেন। এ বার বয়স আর সৌন্দর্যের সিক্রেটও শেয়ার করলেন অভিনেত্রী।

নায়িকারা নাকি বয়স বলেন না। এই চিরাচরিত ধারণাকে কিছু বদলে দিয়েছেন শ্রীলেখা। সঠিক বয়স বলেননি ঠিকই। তবে তার স্পষ্ট আন্দাজ দিয়েছেন। শ্রীলেখার কথায়, ‘কয়েক বছরে হাফ সেঞ্চুরি করব’। আর সৌন্দর্যের চাবিকাঠি? নিজস্ব ভঙ্গিতে শ্রীলেখার উত্তর, ‘এজ নো বার, কাস্ট নো বার, সেক্স বারবার’।

শ্রীলেখার এই উত্তরে কিছুটা দুষ্টুমির ছোঁয়া রয়েছে বলে মনে করেন দর্শকের একটা অংশ। সত্যিই কি তাই? কেন এই ধরনের উত্তর দিলেন তিনি? এ প্রসঙ্গে TV9 বাংলাকে শ্রীলেখা বলেন, “আমি অরিজিনাল থাকতে পছন্দ করি। ওই সবাই গান, নাচ…। আমি একটা কিছু ক্রিয়েট করব, যেটা সবাই ফলো করবে। আর কয়েক বছরে ৫০ হবে। জিজ্ঞেস করেছে, কত বয়েস। সিক্রেট আপনার কী? তাই ওটা বলেছি। শয়তানও আছি আমি (হাসি)। সুড়সুড়ি দিয়ে দিই একটু। এ বার ভাবুন আপনারা…।”

এর আগে ডেটে যাওয়ার নতুন রকমের শর্ত দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর সঙ্গে ডেটে যেতে গেলে একটি পথপশু দত্তক নিতে হবে। এই ছিল অভিনেত্রীর সেই শর্ত। সেই শর্ত পূরণে এগিয়ে এসেছেন জনৈক শশাঙ্ক ভাবসার। শ্রীলেখার শর্ত অনুযায়ী একটি পথপশুকে দত্তক নেবেন তিনি। ফলে শশাঙ্কের সঙ্গে ডেটেও যাবেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় শশাঙ্ককে ট্যাগ করে এ খবর নিজেই জানিয়েছেন শ্রীলেখা।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে শ্রীলেখা জানালেন, শুধু পুরুষ অনুরাগীরাই কফি ডেটে যেতে চাইছেন, তা নয়। তিনটি আহত বিড়াল ছানা দত্তক নিয়ে এক মহিলা অনুরাগী সুলগ্না পুরকায়স্থ শ্রীলেখার সঙ্গে কফি ডেটে যেতে চান। আবার আর এক অনুরাগী শুভার্থী ভট্টাচার্য কমেন্টে জানিয়েছেন, শ্রীলেখার এই শর্ত আগে জানা থাকলে তিনি নাকি পুরো চিড়িয়াখানা দত্তক নিয়ে নিতেন।

কখনও মজার ছলে নিজের দায়িত্ব পালন করছেন শ্রীলেখা। কখনও বা অনুরাগীদের সঙ্গে কিছুটা দুষ্টুমি…।

আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের পর কেন আবার বিয়ে করছেন না? মুখ খুললেন পূজা