Sreelekha Mitra: নাক ‘উঁচু’ শ্রীলেখা! নতুন লুকের ছবিতে অভিনেত্রী কি ‘গান্ধী’?

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 10, 2021 | 11:21 AM

‘ন্যায়—জাজমেন্ট ডে’-তে শ্রীলেখা ছাড়াও অভিনয় করছেন বলিউড অভিনেতা অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমান প্রমুখ।

Sreelekha Mitra: নাক উঁচু শ্রীলেখা! নতুন লুকের ছবিতে অভিনেত্রী কি গান্ধী?
শ্রীলেখা মিত্র।

Follow Us

শনিবার সকাল-সকাল শ্রীলেখা মিত্রর ফেসবুক পোস্ট। ফেসবুক ওয়ালে তাঁর আসন্ন নতুন ছবির ট্রেলার। ফিল্মের নাম ‘ন্যায়—জাজমেন্ট ডে’। ক্যাপশনে পরিচালকের নাম জুড়ে দিলেন অভিনেত্রী আর ব্র্যাকেট টেনে উস্কে দিয়ে লিখলেন ‘কার ভূমিকায় অভিনয় করছি’। ভিডিয়োটি কিছুক্ষণ দেখলে বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় শ্রীলেখা ঠিক কার ভূমিকায় অভিনয় করছেন!

ফোনে শ্রীলেখাকে ধরা হলে তিনি বলেন, “আদ্যপান্ত রাজনৈতিক ছবি। আমি একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছি। ছবিটা করতে দারুণ লেগেছে। আমার মুখটা অদ্ভূত, যে কোনও চরিত্রের সঙ্গে ঠিক মানিয়ে যায়।”

শ্রীলেখা নিজে একজন বাম সমর্থক। এবং তাঁরই কথায় ‘ন্যায়’ একেবারে রাজনৈতিক ছবি। ছবিতে কোথাও কি ‘লাল পার্টির’ ছাপ রয়েছে ? উত্তরে শ্রীলেখা বললেন, “আমি সবকিছু এখনই বলতে পারব না। তবে যা বলতে পারি তা হল, এই ছবিটা করার কারণ পরিচালকের সঙ্গে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। কাজ করার সময় একে অপরকে বুঝতে পেরেছি। আমি সুশান্ত (পরিচালক) এবং ওঁর ছবির বিষয়বস্তুর সঙ্গে সহমত পোষণ করি।”

 

 

হিন্দি ভাষায় তৈরি ‘ন্যায়—জাজমেন্ট ডে’-তে শ্রীলেখা ছাড়াও অভিনয় করছেন বলিউড অভিনেতা অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমান প্রমুখ। পরিচালক সুশান্ত রায়ের ডেবিউ ছবি ‘ন্যায়—জাজমেন্ট ডে’। ছবিপ্রসঙ্গে তিনি বললেন, “রাজনীতি ছবির বিষয়বস্তুর ব্যাকড্রপে রয়েছে। এটি একটি মানবিক-সামাজিক ছবি। রাজনীতির সমাজে মানুষের সৎ ইচ্ছে থাকলেও হিংসার এক দিক রয়েছে। তার প্রতিবাদও আছে। এবং এ সবের মাঝে ন্যায়ের গতিরোধ করা হচ্ছে। আমার ছবির গল্প তা-ই তুলে ধরবে।”

কলকাতা এবং পুরুলিয়ায় হয়েছে ‘ন্যায়—জাজমেন্ট ডে’ শুটিং। সিনেমাহল বন্ধ। কবে ঠিক তার দরজা খুলবে সে ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ওটিটিতে কি মুক্তি পেতে পারে ছবি? পরিচালক বললেন “কথাবার্তা চলছে, দেখা যাক।”

Next Article