ধরুন আপনার জীবনে প্রেম এল। যে নারীর প্রেমে আপনি পড়লেন, সে আপনার থেকে বয়সে বেশ খানিক বড়। কী করবেন? সম্পর্কে ইতি নাকি রয়েছে অন্য উপায়? বয়সে বড় নারীর প্রেমে পড়লে কী করার উচিত, তার উপায় বলে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ইদানিং ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব চলে শ্রীলেখার। ভক্তরা প্রশ্ন করেন। তা যদি উত্তর দেওয়ার মতো হয়ে থাকে জবাব দেন শ্রীলেখা। সে রকমই এক পর্বে এক ভক্ত শ্রীলেখাকে প্রশ্ন করেন, “যদি আমি আমার থেকে বয়সে বড় কারও প্রেমে পড়ি তবে কি করা উচিত আমার?” সেই ভক্তকেও বেশ গুছিয়ে উত্তর দিয়েছেন শ্রীলেখা। নিজের ছবির গান, ‘প্রেমে পড়া বারণ, কারণে অকারণ’কে উল্লেখ করে শ্রীলেখার উত্তর, “তোমার থেকে বয়সে বড় কারও প্রেমে পড়েছ তো কী হয়েছে? প্রেমে পড়েছ। প্রেমে পড়ে ওঠ। কী হয়েছে সে তোমার থেকে বয়সে বড় তো? কোথায় লেখা আছে মেয়েদেরকে বয়সে ছোট হতে হবে? তুমি তো ভালবাসছ, কাউকে ক্ষতি করছ না…।’
প্রেম-বিয়ে চিরাচরিত ট্যাবুর বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিতর্ক তাঁকে ঘিরে রাখে, বিতর্কের জবাব দিতেও পিছপা হন না তিনি। গত সোমবার এক ভক্ত শ্রীলেখাকে জিজ্ঞাসা করেন, “এই মুহূর্তে কেন আপনাকে মুভি করতে দেখা যাচ্ছে না? আপনি কি টলিউডকে বিদায় জানিয়েছেন নাকি রয়েছে অন্য কোনও কারণ?” উত্তরে শ্রীলেখা বলেন, “”আমি একজন অভিনেতা। আমার কাজটা ৯ টা থেকে ৫ টার নয়। আর সব সময় যদি আমাকে দেখা যায় তবে দেখতে চাওয়ার আগ্রহ কমে যাবে বলে আমার মনে হয়।” তিনি যোগ করেন, ” ভাল কাজ করার আকাঙ্ক্ষা আমার চিরকালই। আর এই ভাল কাজ করার জন্য একজন অভিনেতার প্রস্তুতির প্রয়োজন পড়ে। অনেককেই রুজির জন্য কাজ করতে হয়, কিন্তু আমি সেই অধ্যায় পেরিয়ে এসেছি টাচউড। খুব শীঘ্রই নতুন প্রজেক্টে দেখা যাবে আমাকে।”
আরও পড়ুন- Nusrat Jahan: মধ্যরাতে নুসরতের পোস্টে ফিরল ‘অতীত’…!