Sreelekha Mitra: ‘ডাকনাম ধরে ডাকলেই খুব রাগ হতো’, মায়ের মৃত্যুবার্ষিকীতে কষ্ট উজাড় করলেন শ্রীলেখা
Sreelekha Mitra: বেশ কয়েক বছর আগে মা'কে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ২০২১ সালে চলে যান বাবাও। সময় এগিয়ে গিয়েছে ঠিকই, তবু ওঁদের স্মৃতিতে আজও দগ্ধ শ্রীলেখা মিত্রর মন। মায়ের মৃত্যুর সাত বছর পূর্ণ হয়েছে আজ। তবু মা তাঁর প্রতিটা অধ্যায় জুড়ে আজও রয়েছেন।

বেশ কয়েক বছর আগে মা’কে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ২০২১ সালে চলে যান বাবাও। সময় এগিয়ে গিয়েছে ঠিকই, তবু ওঁদের স্মৃতিতে আজও দগ্ধ শ্রীলেখা মিত্রর মন। মায়ের মৃত্যুর সাত বছর পূর্ণ হয়েছে আজ। তবু মা তাঁর প্রতিটা অধ্যায় জুড়ে আজও রয়েছেন। সামাজিক মাধ্যমে সেই কষ্টই উজার করেছেন তিনি। জানিয়েছেন, কেন রাগ হত মায়ের উপর? কেন আজও নিদ্রাহীন কাটাতে হয় তাঁকে? শ্রীলেখার ডাক নাম সোনামণী। অথচ সেই নাম যখন মা সকলের সামনে ডাকতেন বেশ অপ্রস্তুত অবস্থার মধ্যেই পড়তে হত তাঁকে।
শ্রীলেখা লিখছেন, “মা চলে গেছে। দেখতে দেখতে সাত সাতটা বছর কেটে গেল। আমার ছোটখাটো সরল সাদাসিদে মা। আমাকে ডাকত সোনামণি বলে। যখন গাড়ি ছিল না, বাসে করে মার সাথে কোথাও যাচ্ছি, হয়তো মা দূরে কোথাও বসেছে, সুর করে ডাকত সোনামনি ঠিক আছিস? খুব রাগও হত মায়ের উপর, ডাকনাম ধরে সবার সামনে কেউ ডাকে? পাশ থেকে কোন চ্যাংড়া ছোড়া হয়তো গেয়ে উঠত.. সোনামণি সোনারে আয় বুকে আয়রে…” ।
তবে মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নাম ধরে ডাকার লোকের সংখ্যাও আরও কমেছে। যেভাবে, যেসুরে মা তাঁকে ডাকতেন, সেই ভাবে আর কেউ ডাকেন না অভিনেত্রীকে। শ্রীলেখার মন জুড়ে তাই জমা রয়েছে আফসোস। তিনি যোগ করেন, “জানো মা আজ সুর করে সেই সোনামণি বলে ডাকার কেউ নেই। তোমার বুকের ওই অদ্ভুত গন্ধটা খুব মিস করি মা। একটা শীতল উষ্ণতা। তোমার মতো ভাল মা হতে পারিনি মা।” মায়ের কাছে তাঁর কাতর আর্তি, “আজ স্বপ্নে এসো মা তোমায় জড়িয়ে একটু ঘুমোই। কতদিন ভাল করে ঘুমোই না।” শ্রীলেখার কষ্টে সমব্যথী তাঁর অনুরাগীরাও। মা-বাবাকে হারানোর ক্ষতি যে অপূরণীয় তাই জানিয়েছেন তাঁরা। মা-বাবা নেই শ্রীলেখার। পোষ্যদের নিয়েই জীবন কাটান তিনি। সঙ্গে রয়েছে অভিনয় ও পরিচালনার কাজও।





