জুরিখের রাস্তায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কখনও ট্রাম সফর, কখনও কুকুরদের আদর, কখনও বা নেহাতই রিল ভিডিয়ো তৈরি। এমন একগুচ্ছ আনন্দের মুহূর্ত ভার্চুয়ালি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা। আসন্ন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির জন্য আর কয়েকদিন পরেই হাজির থাকবেন। গত ১৭ অগস্ট কলকাতা থেকে রওনা দিয়েছিলেন। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর ভেনিস যাবেন তিনি।
এর আগে এ বিষয়ে TV9 বাংলাকে অভিনেত্রী বলেন, “রেড কার্পেটের জন্য সিল্ক, মসলিন, অপশন ক্যারি করব। দিনে আর রাতে পরার জন্য। তবে শাড়ি পরেই রেড কার্পেটে যাব। কোন শাড়ি সেটা ক্রমশ প্রকাশ্য।”
ট্রামে চড়ে ওল্ড জুরিখ যাওয়ার আগে শেয়ার করা ভিডিয়োতে শ্রীলেখা বললেন, ‘এখানে মানুষ ভীষণ কেয়ার ফ্রি লাইফ লিড করে। চারিদিকে প্রচুর ক্যাফে। সকলে আড্ডা মারছে। আমরা কোথায় যাচ্ছি জানি না। এক্সপ্লোর করতে করতে যাচ্ছি।’
বিদেশ সফরের শুরুতে কলকাতা বিমানবন্দরে ছবি তুলে ক্যাপশনে শ্রীলেখা লিখেছিলেন, “জুরিখ যাচ্ছি, সুইৎজারল্যান্ডে অ্যাকাউন্ট খুলতে।” তারপর ফ্লাইটে উঠেও একটি মজার সেলফি পোস্ট করেছেন। সুন্দরী অভিনেত্রী যেখানেই যান না কেন, চারপাশের মানুষের মন্ত্রমুগ্ধ হওয়ার একটা ব্যাপার থাকেই। জুরিখ বিমানেও সেরকমই এক ‘হাঁ করে তাকিয়ে থাকা’ দর্শককে পেয়েছেন শ্রীলেখা। তাঁকে ফ্রেমে নিয়েই সেলফি তুলে ক্যাপশনে লিখেছেন, “তিনি আমার দিকে তাকিয়ে আছেন কেন?”
কখনও ট্রোলিংয়ের জবাব দিচ্ছেন নিজস্ব ভঙ্গিতে। সদ্য ‘নির্ভয়া’র ডাবিং করেছেন। নিজের প্রথম ছবি ‘বিটার হাফ’-এর কাজও শেষ করেছেন। কখনও বা রাস্তার কুকুর দত্তক নিলে কফি ডেটে গিয়েছেন। কখনও আবার ব্যস্ত থেকেছেন শুটিংয়ে। এরই মধ্যে পরবর্তী ছবির পরিচালনার জন্যও তৈরি হচ্ছেন। সব মিলিয়ে কাজের মধ্যে থাকতে চান অভিনেত্রী। এই বিদেশ সফর তাঁর কাজের, তাঁর সাফল্যের স্বীকৃতি।
শ্রীলেখার জীবনে স্ট্রাগল কম নেই। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলেন তিনি। বহুবার ট্রোলিং সামলাতে হয়েছে। কিন্তু কোনও কিছুতেই ভেঙে পড়া তাঁর স্বভাব নয়। বরং পজিটিভ থাকতে ভালবাসেন। অনুরাগীদেরও সেই পজিটিভ থাকার বার্তাই দেন। প্রতিটি কাজে নিজেকে নতুন করে ভাঙেন। নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। নিজের পারফরম্যান্স কী ভাবে আরও ভাল করা যায়, তার নিরন্তর প্রয়াস থাকে শ্রীলেখার। বিদেশ সফরের আপডেট দেওয়ার মধ্যেও তাঁর সেই পজিটিভিটির খোঁজ পেয়েছেন দর্শকের বড় অংশ। আসন্ন ভেনিস উৎসবেরও ছবি এবং ভিডিয়ো আশা করা যায় তিনি শেয়ার করবেন। তাঁর চোখ দিয়েই আন্তর্জাতিক এই উৎসবের আবহের সঙ্গে পরিচিত হবেন দর্শক।
আরও পড়ুন, অভিনেতা হিসেবে আমি সেলফ সেন্সরশিপে বিশ্বাসী: পঙ্কজ ত্রিপাঠি