এই এক মাস আগের ঘটনা। টুইটারে ‘আস্ক মি এনিথিং’ সেশনে দেব জানিয়েছিলেন আপাতত সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে আগামী কোনও পরিকল্পনা নেই তাঁর। এও জানিয়েছিলেন সৃজিতের পরিচালনায় সিরাজ-উদ-দৌল্লার বায়োপিকে তাঁর যে অভিনয়ের কথা উঠেছে তাও সত্যি নয়! কিন্তু এক মাস যেতে না যেতেই এ কী! এ তো একেবারে উলটপূরাণ। দুর্গ অধিকারের লড়াই অতীত, একসঙ্গে দেব-সৃজিত ম্যাজিক, জানিয়ে দিলেন অভিনেতা। সৃজিতের সঙ্গে ছবি শেয়ার করে দেব লিখলেন, “অবশেষে অফিসিয়াল, আমরা ২০২৪-এ আসছি।” তবে কোন ছবিতে একসঙ্গে তাঁরা তা কিন্তু খোলসা করেননি এখনই। সিরাজের বায়োপিকই তবে হচ্ছে আবারও? টিভিনাইন প্রশ্ন রেখেছিল সৃজিতের কাছেও। সাসপেন্স জিইয়ে রেখেছেন পরিচালকও। তবে ফের দেব-রুক্মিণী জুটি দেখে খানিক বিরক্ত নেটিজেনদের কেউ কেউ। তাঁদের প্রশ্ন, “একটু কি স্বাদ বদলানো যেত না? রুক্মিণীর পরিবর্তে নেওয়া যেত না অন্য কোনও নায়িকাকে?”
প্রসঙ্গত, এই কয়দিন আগেও দেব ও সৃজিতের তরজা নিয়ে চলছিল জোর আলোচনা। কারণ একটাই, ‘ব্যোমকেশ’। সৃজিত ব্যোমকেশ পরিচালনা করছেন, ওদিকে পরিচালক বিরসা দাশগুপ্তও ব্যোমকেশকে নিয়ে আসছেন পর্দায়। বিরসার ব্যোমকেশ দেব ওদিকে আবার সৃজিতের ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির রটনা ব্যোমকেশ হিসেবে নাকি দেবকে পছন্দ ছিল না সৃজিতের। তাই প্রযোজনা সংস্থার পছন্দ থাকলেও পরিচালক ‘মাই ওন টার্মস’ মেনে বেছে নেন অনির্বাণকে। অভিনেতা-পরিচালকের থাণ্ডা লড়াই নিয়েও রটে অনেক কিছুই। তবে যাবতীয় সাসপেন্স, রহস্য, প্রশ্নকে কার্যত চুপ করিয়ে দিয়েই তাঁরা ফিরছেন, সেই ‘জুলফিকর’-এর পর আবারও এক হচ্ছেন দু’জনে। আরও আপডেটের আপাতপত মুখিয়ে সকলেই।