AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srijit Mukherjee: ‘সমারোহে এসো হে পরমতর’ কবিগুরুর গান? ‘পার্টি আছে’, খবর দিলেন সৃজিত

Viral Post: নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না খোদ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করে ভুল ভাঙালেন নিজেই।

Srijit Mukherjee: 'সমারোহে এসো হে পরমতর' কবিগুরুর গান? 'পার্টি আছে', খবর দিলেন সৃজিত
| Edited By: | Updated on: May 09, 2023 | 6:47 PM
Share

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে কথায মঙ্গলবার দিনভর যে যাঁর মত করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে চলেছেন। কেউ গাইছেন গান, কেউ আবার নৃত্য পরিবেশন করছেন। কারও কারও পোজ থেকে আবার শেয়ার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ বিশেষ কিছু রচনা। তাই বলে এক যে ছিল রাজা ছবির গান? নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না খোদ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করে ভুল ভাঙালেন নিজেই। ‘সমারোহে এসো হে পরমতর’ গানটি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা!

যে পেজটি তিনি শেয়ার করেছেন, সেখানে স্পষ্ট উল্লেখ করা, ধরন– রবীন্দ্র সংগীত, গীতিকার– রবীন্দ্রনাথ ঠাকুর, গেয়েছেন ইশান মিত্র ও শ্রেয়া ঘোষাল। এই পোস্ট দেখা মাত্রই হাসি চাপতে পারেননি পরিচালক। তিনি সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে বসেন। এখানেই শেষ নয়, যা কমেন্ট করলেন, তা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল।

কমেন্টে পরিচালক লিখলেন, ‘সোশ্যাল মিডিয়ায় রত্ন। সৃজাত বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত টাকা চাইছেন। ইন্দ্রদীপ দাশগুপ্ত পার্টি দিচ্ছেন।’ বিষয়টি লক্ষ্য করে চুপ থাকতে পারলেন না কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তিনি মুহূর্তে ছবির পরিচালক সৃজিত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কমেন্ট করে বসলেন, ‘তুমি তো কদর করলে না, মহাকাল করল।’ কেউ আবার নিজের ভুল স্বীকার করে লিখলেন, ‘এই গানটি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, তা অনেক পড়ে জানতে পেড়েছিলাম।’ কেউ আবার জনপ্রিয় ওয়েব সিরিজের নাম নকল করে কমেন্ট করলেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও গান লিখতে আসেননি’।

প্রসঙ্গত, কেবল এক যে ছিল রাজা ছবির গানটি নয়, বরং, একাধিক এমন গান রয়েছে যা শ্রোতারা রবীন্দ্রসঙ্গীত ভেবে ভুল করেন। যার মধ্যে অন্যতম হল বসন্ত এসে গেছে…। এক নেটিজ়েন গানের লেখক শ্রীজাতর উদ্দেশে প্রশ্ন তুললে, আপনি শেষপর্যন্ত রবীন্দ্র সঙ্গীত লিখলেন?