Tollywood Controversy: প্রশ্নটা রাজকে নিয়ে নয়, নন্দন-কর্তৃপক্ষকে নিয়ে, অন্যায় হলে প্রতিবাদ করবই: সৃজিত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 03, 2022 | 1:15 PM

Tollywood Controversy: নন্দনে 'এক্স=প্রেম'-এর শো না পাওয়ায় অন্দরে কি জড়িয়ে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি?

Tollywood Controversy: প্রশ্নটা রাজকে নিয়ে নয়, নন্দন-কর্তৃপক্ষকে নিয়ে, অন্যায় হলে প্রতিবাদ করবই: সৃজিত
নন্দনে 'এক্স=প্রেম'-এর শো না পাওয়ায় অন্দরে কি জড়িয়ে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি?

Follow Us

 

ছবি মুক্তির আগেই ‘ইচ্ছাকৃত বিতর্ক’ সৃষ্টি করে লাইমলাইট কাড়তে চাইছেন সৃজিত মুখোপাধ্যায়? নন্দনে ‘এক্স=প্রেম’-এর শো না পাওয়ায় অন্দরে কি জড়িয়ে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি? বৃহস্পতিবার রাত থেকেই শাসকদলের ঘনিষ্ঠ পরিচালক রাজ চক্রবর্তী এবং সৃজিতের মন্তব্য ঘিরে উঠে আসছে এহেন একের পর এক প্রশ্ন।

প্রসঙ্গ ‘নন্দন’। যে নন্দন কিছুদিন আগেই ‘অপরাজিত’ না চালানোর জন্য পড়েছিল নেটিজেনদের রোষানলে। এবারও তার বিরুদ্ধে সেই একই অভিযোগ। একই দিনে রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মুক্তি পেলেও দ্বিতীয়টি ওই সরকারি প্রেক্ষাগৃহে শো পায়নি। কেন? তুরুপের তাস কি রাজের বিধায়ক পরিচয়? TV9 বাংলার কাছে রাজ জানিয়েছিলেন, ‘হাবজি গাবজি কথা না বলে ছবিই আসল কথা বলবে’। একই সঙ্গে সৃজিতের উদ্দেশে রাজের প্রশ্ন ছিল, ‘প্রথম বার আমার ছবি মুক্তি পাচ্ছে নন্দনে, সৃজিত কি সেটা চায় না’?

TV9 বাংলার তরফে শুক্রবার সৃজিতকে এ প্রশ্ন করা হলে একচোট হেসে তাঁর বক্তব্য, “অভিমানের জায়গা থেকে রাজ এ কথা বলেছে। রাজ খুব ভাল করেই জানে আমি এমনটা চাই না।” রাজকে নিয়ে নয়, বরং নন্দনকে নিয়েই প্রশ্ন তাঁর, এমনটাই দাবি সৃজিতের। যোগ করেন, “মূল সমস্যাটা আমরা সাইডস্টেপ করে যাচ্ছি। কোনওটাই যুক্তিযুত না। আমার প্রশ্ন, বাকি যে হলে সিনেমাটা চলছে না সেই কারণটা কিন্তু আমি জানি। কিছু ক্ষেত্রে হল মালিকদের সঙ্গে প্রযোজনা সংস্থার সম্পর্ক, কিছু ক্ষেত্রে এ রেটেড ছবি চালাবে না যেমনটা স্টার থিয়েটারে হয়। কিন্তু নন্দনকে একই প্রশ্ন করায় তারা আমায় কোনও সদুত্তর দিতে পারেনি। আর সেই সিস্টেমের দিকেই প্রশ্ন তুলেছি। যে সিস্টেমটা অস্বচ্ছ।”

নন্দন সরকারি হল, রাজ বিধায়ক। সৃজিতের চোখে এই ‘সিস্টেম’-এর সঙ্গে জড়িয়ে রয়েছেন কারা? পরিচালকে কথায়, “আমি যা প্রশ্ন করেছিলাম, তার উত্তর পাইনি। সেই কারণেই পোস্ট করেছি। প্রশ্নটা কিন্তু রাজকে নিয়ে নয়। প্রশ্নটা নন্দন কর্তৃপক্ষকে নিয়ে। কেউ যদি বলে থাকেন আমি ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করছি সেটাতেও আমি সহমত নই। আমার যদি অন্যায় মনে হয় তাহলে আমি প্রতিবাদ করবই। সেটা নিয়ে যদি বিতর্ক হয় হবেই। কিন্তু বিতর্কের ভয়ে আমি মুখ বন্ধ করে থাকব তা তো হতে পারে না। একটাই স্লটে আমার ছবি কেন মুক্তি পাচ্ছে না আর একটা ছবি কেন পাচ্ছে, এ নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করে আমি অন্যায় তো কিছু করিনি।” রাজকে অভিনন্দন জানিয়েছেন ‘হাবজি-গাবজি’ জন্য। অন্যদিকে রাজও সৃজিতকে জানিয়েছেন শুভেচ্ছা। মাঝখানে কাঁটা ‘নন্দনের কর্তৃপক্ষ’? উল্লেখ্য, কেন হল পেল না ‘এক্স=প্রেম’,  জানতে চেয়ে নন্দন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত্রে TV9 বাংলার তরফে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, “ওই ছবিটি নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে কথা হচ্ছে, ওই ছবি তো নবীনা, প্রিয়া এই সব হলেও মুক্তি পায়নি। সেটাও কি আমারই জন্য? সেখানেও ‘ইকুয়ালিটি’ তত্ত্ব খাটে? এই সব হাবজি-গাজবি কন্ট্রোভার্সি করে লাভ নেই। কালকে ছবিই কথা বলবে”। সেই দিন আসন্ন। বহুদিন পর একই দিনে দুই হেভিয়েটের ছবি মুক্তি। একদিকে ছোটদের ছবি অন্যদিকে প্রায় নবাগতদের নিয়ে এক্সপেরিমেন্টাল ছবি– দর্শক কাকে বেছে নেন সেটাই দেখার।

Next Article