Tollywood Inside: কাছে টানলেন মেয়ে আয়রাকে, সৃজিতের বিচ্ছেদের জল্পনা নস্যাৎ আবারও
Tollywood Inside: মাস খানেক আগের ঘটনা। সৃজিত মুখোপাধ্যায়ের 'পরকীয়া'র খবরে হইহই পড়ে যায় সামাজিক মাধ্যমে। শোনা যায়, সহকারীর সঙ্গে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন পরিচালক।
মাস খানেক আগের ঘটনা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পরকীয়া’র খবরে হইহই পড়ে যায় সামাজিক মাধ্যমে। শোনা যায়, সহকারীর সঙ্গে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন পরিচালক। তা নিয়ে শুরু হয় নানা চর্চা। এও শোনা যায়, স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে নাকি বিচ্ছেদের পথেই এগচ্ছেন পরিচালক। আলোচনায়-সমালোচনায় উত্তাল হয়ে ওঠে সামাজিক মাধ্যম। তবে বিগত বেশ কিছু দিন ধরেই সে রসায়ন বদলেছে। সৃজিতের অসুস্থতার খবর পেয়ে কলকাতা এসেছেন মিথিলা। সঙ্গে এসেছে মিথিলা ও তাহসানের মেয়ে, খাতায় কলমে সৃজিতের ‘সৎ’ মেয়ে আয়রাও।
তবে কাব্য-পূরাণে যেভাবে ‘সৎ’-এর ব্যাখ্যা দেওয়া হয়েছে আজীবন মেয়ের সঙ্গে সৃজিতের সম্পর্ক মোটেও তেমন নয়। তাঁদের খুনসুটির প্রমাণ বহু আগেই পেয়েছে নেটপাড়া। আবারও বাবা-মেয়েতে জমে উঠল ‘মালি শ সেশন’। খুদে হাতে বাবাকে মাথায় মালিশ করে দিল ছোট্ট আয়রা। আর সৃজিতের ফুরফুরে মনও গেয়ে উঠল, ‘সর জো তেরা চকরায়ে, ইয়া দিল ডুবা যায়ে। আজা প্যায়ারে পাস হামারে… কাহে ঘাবরায়ে…’। বাবা-মেয়ের এই মিষ্টি ফ্রেম নেটিজেনদের পছন্দ হবে না তা কী করে হয়? সৃজিত-অনুরাগীদের তাই একটাই বক্তব্য, “এই সবই যে রয়ে যায়।”