
সদ্য ছুটি কাটাতে বিদেশ উড়ে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। সঙ্গে ছোট্ট ইউভান। চার মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী কাজের ফাঁকি কিছুটা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কোথায় গেলেন, তা এতক্ষণে কম বেশি সকলের জানা হয়ে গিয়েছে। শুভশ্রী তাঁর পুরো পরিবার নিয়ে এখন ইন্দোনেশিয়াতে রয়েছেন। অর্থাৎ বালি শহরে এখন কাটছে তাঁদের সময়। সেখানেই বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী। পরনে ওয়ানপিস, চোখে সানগ্লাস, পায়ে স্লিপার, ছেলে ইউভান ও রাজের সঙ্গে তুললেন ছবি। আর সেই পোজ় দিতে গিয়েই ফ্রেমবন্দি হয়ে গেল তাঁর বেবিবাম্প। দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এই সন্তান নেওয়ার পরিকল্পনা হঠাৎ নয়। প্রথম থেকেই এই জুটি স্থির করেছিলেন, তাঁরা দ্বিতীয় সন্তান নেবেন।
ছোট্ট ইউভানের জন্য আসছে এবার খেলার সঙ্গী। সেই কারণেই ইউভানের তিন বছর হতেই সন্তান নেওয়ার পরিকল্পনা করে ফেলেন তাঁরা। এপ্রিল মাসে আসে খবর। তবে রাজ চক্রবর্তীর কথায় তিন মাস না হলে জানাতে নেই বলেই তাঁরা অপেক্ষা করছিলেন। চলতি বছর শেষেই তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। পরিবারে তাই খুশির হাওয়া। অন্যদিকে রাজ চক্রবর্তী এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী সিরিজের কাজ নিয়ে।
আসছে আবার প্রলয়। রাজ চক্রবর্তীর সেই কাজ যে ইতিমধ্যেই দর্শক মনে কৌতুহল সৃষ্টি করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের টিজ়ার। এই সিরিজের হাত ধরে আবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সফর শুরু। তিনি এই সিরিজের প্রযোজক। শুভশ্রীই প্রকাশ্যে আনেন ১৯ জুলাই মুক্তি পাবে সিরিজের ট্রেলার। তবে এখন কাজ থেকে বেশ কিছুটা দূরে, একান্তে সময় কাটানোর পালা। তাই বালি ভ্রমণে মজলেন জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একগুচ্ছ ছবি।