আট বছর পূর্ণ করল শুভশ্রীর প্রথম সন্তান, দেখুন ভিডিয়ো
যে ভিডিয়ো তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে দুই ছেলেই রয়েছে সেখানে। জিলাটো এবং ইউভান। কখনও দাদা-ভাইয়ের খুনসুটি আবার কখনও বা শুভশ্রী আদর করছেন তাঁর পোষ্যকে।
দেখতে দেখতে আট বছর পার করল শুভশ্রীর প্রথম সন্তান। সন্তানের জন্মদিনে বিশেষ ভিডিয়ো শেয়ার করেছেন মা নিজেই। তাতে ফ্রেমবন্দী করেছেন প্রিয় সন্তানের নানা মিষ্টি মুহূর্ত।
মনে প্রশ্ন জাগতেই পারে, শুভশ্রী মা হলেন গত বছর। ইউভানের এখনও এক বছরও পার হয়নি। তাহলে এই প্রথম সন্তানটি কে? সে হল শুভশ্রীর আদরের জিলাটো। সে আদপে চিহুয়াহুয়া প্রজাতির কুকুর। তবে শুভশ্রীর কাছে সে ‘সন্তান’। বিয়ের পর নতুন বাড়িতে তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন শুভশ্রী। এমনকি বিদায়ের মুহূর্তেও অভিনেত্রীর কোলে ছিল তাঁর প্রথম সন্তান। হ্যাঁ, জিলাটোকে ছেলে হিসেবেই সকলের সঙ্গে পরিচয় করান শুভশ্রী।
View this post on Instagram
যে ভিডিয়ো তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে দুই ছেলেই রয়েছে সেখানে। জিলাটো এবং ইউভান। কখনও দাদা-ভাইয়ের খুনসুটি আবার কখনও বা শুভশ্রী আদর করছেন তাঁর পোষ্যকে। মিষ্টি সেই মুহূর্তগুলো। শুভশ্রী লিখেছেন, “আমার বেবির জন্মদিন ছিল। ভালবাসি তোকে।” হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “#মাইবেবিবয় #আটবছরহল #ভগবানতোমারমঙ্গলকরুক”। জিলাটোর জন্য ভেসে এসছে নানা শুভেচ্ছা বার্তা। তাতে অঙ্কুশ হাজরা যেমন রয়েছেন, রয়েছেন নেটিজেনরাও।
প্রায় এক বছর হতে চলল মা হয়েছেন শুভশ্রী। ইউভান তাঁর জীবনে এখন প্রায়োরিটি। ছেলেকে সামলে ধীরে ধীরে কাজে ফিরেছেন তিনি। আপাতত রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন। পেশাদার এবং ব্যক্তিগত জীবন ব্যালান্স করছেন। মা হওয়ার পর মেয়েদের শরীরে স্বাভাবিক কিছু পরিবর্তন আসে। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। ক্যামেরার সামনে ফেরার জন্য ওয়ার্কআউটও করছেন তিনি।
আরও পড়ুন-খুব শীঘ্রই বিয়ে করছেন ক্যাটরিনা? সলমন ঘনিষ্ঠর পোস্টে আভাস তেমনটাই