পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিউডের অন্যতম জুটি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিত্য উপস্থিতি, মাঝে মধ্যেই সকলের নজরের কেন্দ্রে তাঁদের সমীকরণ জায়গা করে নেয়। শুভশ্রী এখন অন্তঃসত্ত্বা, দ্বিতীয়বার মা হতে চলেছেন, চলছে আটমাস। তাই বাড়িতে কাটছে তাঁর সময়। সময় সুযোগ পেলে যা তাঁর স্বামী রাজ চক্রবর্তী তাঁর সেবা যত্নে ব্যস্ত, সে খবর সকলের জানা। তবে এবার এ কী কাণ্ড ঘটল? নিজের বরকেই চিনতে পারলেন না শুভশ্রী, পাশে দাঁড়াল নেটপাড়া? ঠিক কী ঘটেছে? রাজ বর্তমানে মণিপুরে। সেখানে গিয়েই একের পর এক পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। রাজের সেই পোস্ট দেখেই কী চিনতে পারেননি শুভশ্রী?
না, মোটেও তেমনটা নয়। তিনি বরং আদরের সুরেই এই রাজকে দেখে এ কমেন্ট বক্সে লিখলেন, ‘আরে বাবা কে রে এটা?’ শুভশ্রীর এই মন্তব্য যে তিনি ভালবেসে করেছেন তা কারও বুঝে নিতে অসুবিঝে হল না। তবে তাঁর এই পোস্ট দেখে মোটেওএ চুপ থাকলেন না নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় এল একের পর এক পোস্ট। পরিচালক তথা বিধায়ক কেউ লিখলেন ‘এটা শুভর শ্রী’, কেউ লিখলেন, ‘এটা আপনার বর’। কেউ কেউ আবার কটাক্ষ করতেও পিছপা হলেন না।
বর্তমানে রাজ শুভশ্রীর ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে পরিবারে আসবে নতুন সদস্য। ইউভানের সঙ্গে আসবে একজন খেলার সঙ্গী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অপেক্ষাও এখন যেন দীর্ঘ হয়ে উঠছে। চলতি বছরেই নতুন সদস্য আসবে পরিবারে। বেবিবাম্প নিয়ে শুভশ্রীর একাধিক পোস্ট এখন ভাইরাল। যদিও এখন তিনি শুটিং থেকে খানিকটা দূরে। ছোটখাটো ঘরোয়া পার্টি করলেও, খুব একটা বেরচ্ছেন না। বিশ্রামেই আছেন অভিনেত্রী।