Subhashree Ganguly: মাত্র ৪ দিন বয়সে ছবির অফার! শুভশ্রীর মেয়ের ছবির নায়ক কে…

Tollywood Gossip: মা অভিনেত্রী, বাবা পরিচালক, সিনেপাড়ার এক অন্যতম জুটি রাজ ও শুভশ্রী। ফলে তাঁদের সন্তানদের যে সিনেপাড়ায় দেখার আশা রাখবেন ভক্তরা, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তাই বলে মাত্র দিন বয়সে এ কী কাণ্ড?

Subhashree Ganguly: মাত্র ৪ দিন বয়সে ছবির অফার! শুভশ্রীর মেয়ের ছবির নায়ক কে...
রাজ-শুভশ্রী।

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 04, 2023 | 2:39 PM

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সবে মাত্র দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। জন্ম দিয়েছেন কন্যা সন্তানের নাম রেখেছেন ইয়ালিনি। মেয়ের মুখ এখনও দেখেনি কেউই। তবে ইয়ালিনিকে নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাঁর পরিবারের নানা মুহূর্তে সাক্ষী থেকে থাকেন তাঁরা। শুভশ্রী প্রথম থেকেই একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন দর্শকদের কাছে, সন্তানকে নিয়ে তাঁদের মধ্যে তেমন কোনও রাখঢাক নেই। বেশ কিছু সেলেব রয়েছেন যাঁরা তাঁদের সন্তানদের সোশ্যাল মিডিয়া কিংবা লোকচক্ষুর আড়ালেই রাখতে পছন্দ করেন, রাজ চক্রবর্তী কিংবা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই তালিকার অভিভাবক যে নন, তা ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু তাই বলে মাত্র ৪ দিন বয়সে ছবির প্রস্তাব পেল তাঁর মেয়ে? কী! নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তো?

তবে সোশ্যাল মিডিয়ায় এখন এই খবরই ভাইরাল। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে। অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন ভক্তদের সঙ্গে সাক্ষাতে। সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসেন, শুভশ্রীর মেয়ে ইয়ালিনিকে নিয়ে তিনি কী বললেন? অঙ্কুশ কোনও রাখঢাক না করেই বলেন, আমার ছবির অভিনেত্রী। অঙ্কুশের মজার ছলে করা এই কমেন্টেই এখন হাসির রোল। মাত্র চার দিনেই টলিপাড়ার নজরে স্টারকিড?

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মা অভিনেত্রী, বাবা পরিচালক, সিনেপাড়ার এক অন্যতম জুটি রাজ ও শুভশ্রী। ফলে তাঁদের সন্তানদের যে সিনেপাড়ায় দেখার আশা রাখবেন ভক্তরা, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তবে ইউভান ও ইয়ালিনি এখন সত্যি ছোট, ইয়ালিনি সদ্যজাত সন্তান, তাই তাদের নিয়ে ছবির জগতে চর্চা থাকলেও এখনই যে তারা সামনে আসছে না, তা স্পষ্ট। সময় বলবে কবে তারা পর্দায় আসবে, আদপে আসবে কি না।