Subhashree Ganguly: বয়স নিয়ে কটাক্ষ, বোল্ড ছবি দিতেই ট্রোল্ড হলেন শুভশ্রী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 16, 2023 | 1:36 PM

Subhashree Ganguly: বর্ধমানেই বেড়ে হয়ে ওঠা শুভশ্রীর। ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। হয়েওছেন তাই। জীবনে উত্থান পতন দুইয়েরই সম্মুখীন হয়েছেন।

Subhashree Ganguly: বয়স নিয়ে কটাক্ষ, বোল্ড ছবি দিতেই ট্রোল্ড হলেন শুভশ্রী
শুভশ্রী

Follow Us

প্রিয় বন্ধু পৌলমীর জন্মদিন। শুভেচ্ছা জানানোর জন্য অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেছে নিয়েছিলেন ইনস্টাগ্রাম। সুইমস্যুটে ছবিও পোস্ট করেছিলেন বন্ধুর সঙ্গে। তবে ছবি পোস্ট করতেই জুটল কটাক্ষ। কেন তিনি মনোকিনিতে ছবি পোস্ট করবেন তা নিয়ে প্রশ্ন করতে যেমন ছাড়লেন না নেটিজেনরা ঠিক তেমনই তাঁর বয়স নিয়েও ক্রমাগত চলল কটাক্ষ। যদিও এসবে পাত্তা দিতে নারাজ শুভশ্রী। বন্ধুর জন্মদিনে তাঁর ভালবাসার বার্তা, “তোমায় জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা, অনেক ভালবাসি, বন্ধু”।

বর্ধমানেই বেড়ে হয়ে ওঠা শুভশ্রীর। ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। হয়েওছেন তাই। জীবনে উত্থান পতন দুইয়েরই সম্মুখীন হয়েছেন। একসময় মনে হয়েছিল অভিনয় করবেন না। অনেক দিন ছিলেন কর্মহীন। ব্যক্তিগত সম্পর্কের জেরে জীবনও ছিল উথালপাথাল। কিন্তু যার নামেই রয়েছে শুভ তাঁর সঙ্গে শুভ হবে না তা কী করে হয়? ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বিগত তিন-চার বছরে অনেক কিছুই ঘটেগুয়েছে তাঁর জীবন জুড়ে।

বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। লকডাউনে মা হয়েছেন, তাঁর জীবন জুড়ে এখন ছেলে ইউভান। তবে কাজ থামাননি তিনি। মাতৃত্বকালীন অবস্থায় ওজন বেড়ে গিয়েছিল খানিকটা। সে নিয়ে লাগাতার ট্রোলিংও থামাতে পারেনি তাঁকে। বরং তিনি ঘুরে দাঁড়িয়েছেন। সংসার-সন্তান সামলে একের পর এক ছবি উপহার দিয়েছেন বাংলা সিনেমা জগতকে। আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘ডক্টর বক্সী’। গত বছর চারটে ছবি মুক্তি পেয়েছিল তাঁর। যদিও ছবিগুলি বক্সঅফিসে সে ভাবে সাফল্য নিয়ে আসতে পারেনি। তাঁর প্রথম ওটিটি প্রজেক্ট ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর দিকে তাকিয়ে সকলেই।

 

Next Article