Subhashree Ganguly: এ কোথায় গিয়ে ফটোশুট করালেন শুভশ্রী! হাসির রোল নেটপাড়ায়

Subhashree Ganguly: ছেলের জন্মের পর তাঁর ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। আর এই নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

Subhashree Ganguly: এ কোথায় গিয়ে ফটোশুট করালেন শুভশ্রী! হাসির রোল নেটপাড়ায়
এ কোথায় দিয়ে ফটোশুট করালেন শুভশ্রী!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 1:42 PM

চতুর্দিকে থালা বাসন। এরই মাঝে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবি প্রকাশ্যে আনতেই যদিও ট্রোল্ড হতে হল তাঁকে। এল একের পর এক সব নেতিবাচক মন্তব্য। তাঁদের একটাই প্রশ্ন, “আর কি জায়গা ছিল না”? শুধু লোকেশনই নয়, নেটিজেনদের আপত্তি এডিটিং নিয়েও। তাঁদের বক্তব্য, যে ছবিগুলি শুভশ্রী পোস্ট করেছেন সেগুলোর গুণগত মান একেবারেই ভাল নয়। এমনকি এডিটিংও বেশ শিশুসুলভ। কী করে ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী, প্রশ্ন তুলেছেন তাঁরা। সম্ভবত ওই ছবিগুলি তাঁর ওয়েব সিরিজের প্রচারের ঝলক। এই প্রথম ওয়েব সিরিজে ডেবিউ হতে চলেছে তাঁর। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তাঁকে দেখতে পাওয়া যাবে। ওই সিরিজের জন্য প্রস্থেটিক মেকআপ করতে হয়েছে তাঁকে। গলা নিয়েও করতে হয়েছে নানা রকমের পরীক্ষা।

ছেলের জন্মের পর তাঁর ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। আর এই নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে দু বছরের মধ্যে কঠোর জিম আর ডায়েটে তিনি সব ওজন ঝরিয়ে ফেলেছেন। শরীরে কোথাও আর মেদের লেশমাত্র নেই। আবারও স্লিম অ্যান্ড ট্রিম শুভশ্রী। পাশাপাশি, শুভশ্রী এখন আগের থেকে বেশি ফটোশ্যুটও করেন। সম্প্রতি লাল রঙের দারুণ একটি অফ শোল্ডার ড্রেসে দেখা মিলেছিল তাঁর। অভিনেত্রী বেশ প্রশংসিতও হয়েছিলেন। পোশাক নিয়ে যিনি বারেবারেই সচেতন, সোশ্যাল মিডিয়ায় পাতায় তাঁর এ হেন শ্যুটে কিছুটা হলেও অবাক অনুরাগীরা।

রাজের পরিচালনায় ‘পরিণীতা’র মধ্যে দিয়েই যেন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। যদিও এরই মধ্যে রয়েছে ইউভানের দায়িত্ব। তবে সম্প্রতি এক নতুন দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে। রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিং শেষ হয়েছে কিছু দিন আগে। রাজের ওই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই প্রথম বার দেখা যাচ্ছে পর্দার এপারে। সিরিজে সায়নী-জুন ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী , কৌশানী মুখোপাধ্যায় , গৌরব চক্রবর্তী , দেবাশীষ মণ্ডলসহ অনেককেই। প্রযোজক হিসেবে তিনি দায়িত্ব কতটা সামলাতে পারেন এখন সেটাই দেখার।